Barak UpdatesHappeningsBreaking News

ক্যাপিটেল থেকে রাঙ্গিরখাড়ি আগের মতই ট্রাফিক প্ল্যান

ওয়েটুবরাক, ৮ অক্টোবর : পুজোর তিনদিন শিলচরের রাঙ্গিরখাড়ি-ক্যাপিটেল অংশে কোনও যানবাহন চলাচল করবে না আগে যে পরিকল্পনা করা হচ্ছিল, পুলিশকর্তারা সেখান থেকে সরে এলেন৷ এ বার পূজা কমিটির কর্মকর্তা এবং দফায় দফায় বিভাগীয় বৈঠক সেরে চূড়ান্ত হয়েছে, ওই অংশেও ট্রাফিক প্ল্যান অন্য বছরের মতই থাকবে৷ হেঁটে পূজা দেখার বাধ্যবাধকতার পরিবর্তে এখন নিয়ন্ত্রিত পথে গাড়ি, দ্বিচক্র যানেও পুজো দেখা যাবে৷

তবে এ বার বিসর্জনের শোভাযাত্রা নিয়ে এক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে পুলিশ বিভাগ৷  একদিকে ক্ষুদিরামের মূর্তি, অন্যদিকে স্বামীজির মূর্তি—ওইটুকু অংশে কোনও ডিজে বাজানো চলবে না৷ পূজা কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে চড়া সুরেই পুলিশকর্তারা জানিয়ে দিয়েছেন, এর অন্যথা হলে কড়া আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে সংশ্লিষ্ট সভাপতি-সম্পাদককে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker