India & World UpdatesHappeningsBreaking News
আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী, সুপ্রিম কোর্টের নির্দেশ
ওয়েটুবরাক,২০ আগস্টঃ আরজি করে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু হাসপাতাল চত্বরে নয়, আরজি করের হোস্টেলেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। সিআইএসএফ এমন বাহিনী, যারা বিমানবন্দর, কয়লা খনির মতো গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্বে থাকে। ভোটের সময়ও ব্যবহার করা হয়। আরজি করে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়ে ওই হাসপাতালের নিরাপত্তাকেও সুপ্রিম কোর্ট তেমন গুরুত্বপূর্ণ পর্যায়ে উন্নীত করল বলে মনে করা হচ্ছে। আন্দোলনরত চিকিৎসকদের এ বার কাজে ফেরারও অনুরোধ করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
মঙ্গলবার আরজি কর মামলার শুনানিতে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়ে পুলিশ-প্রশাসন। শহর জুড়ে মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচি চলাকালীন একদল দুষ্কৃতী আরজি করে হামলা চালায় বলে অভিযোগ। হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর করা হয়। সেই ঘটনার পর নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। মঙ্গলবারের শুনানিতে বিষয়টি উত্থাপন করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। উদ্বেগপ্রকাশ করেন প্রধান বিচারপতিও। তিনি বলেন, “আমরা খুবই চিন্তিত। প্রতিবাদকারীদের বাধা দিতে বলপ্রয়োগ করে রাজ্য। আমরা কিছুতেই বুঝতে পারছি না, স্বাধীনতা দিবসের দিন রাজ্য কী ভাবে হাসপাতাল ভাঙচুর করতে দিল?” তাঁর মন্তব্য, ‘‘পুলিশ নিরাপত্তা দিতে না পেরে পালিয়ে গিয়েছিল।’’ তার পরই সলিসিটর জেনারেলকে আরজি করে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলেন প্রধান বিচারপতি।
আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে স্বাগত জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এক্স হ্যান্ডলে কুণাল লেখেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি নেই তৃণমূলের।’’ একই সঙ্গে আরজি করে হামলার নেপথ্যে ‘রাম-বাম আঁতাঁত’কেই দায়ী করেন তিনি। কুণাল জানান, রাম-বাম অপশক্তির প্ররোচনা, উস্কানি যদি ওদের বাহিনী সামলাতে চায়, তবে তা সামলাক। তাতে তৃণমূলের কোনও আপত্তি নেই।