India & World UpdatesHappeningsSportsBreaking News
কুস্তিতে পদক জিতলেন আমন
ওয়েটুবরাক, ১০ আগস্ট : প্যারিস অলিম্পিক্সে কুস্তি থেকে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন ২১ বছরের আমন শেরাওয়াত। হরিয়ানার এই কুস্তিগির পুরুষদের ৫৭ কেজি বিভাগে পদক জিতে হইচই ফেলে দিয়েছেন৷ এই ম্যাচে পুয়ের্তো রিকোর প্রতিপক্ষকে হারান আমন।
এই প্রথম বার অলিম্পিক্সে নেমেছিলেন আমন। আর অভিষেকেই পদক দিয়েছেন দেশকে। তিনি জানিয়ে দিয়েছেন, সুশীল কুমারের অলিম্পিক্সে ২টি পদক রয়েছে। আমনও ২০২৮ এবং ২০৩২ সালের অলিম্পিক্সে পদক জিততে চান। সোনা জেতাই তাঁর লক্ষ্য।
আমন তাঁর পদক উৎসর্গ করেছেন মা-বাবাকে। তাঁর কথায়, ‘আমার এই পদক মা-বাবাকে উৎসর্গ করছি। তাঁরা জানেও না, আমি কুস্তিগির হয়েছি।’ মাত্র ১১ বছর বয়সে বাবা-মা-কে হারিয়েছিলেন হরিয়ানার এই কুস্তিগির। তারপর থেকে কাকার কাছে বড় হয়েছেন তিনি।