Barak UpdatesAnalyticsBreaking News
যুববাণী অনুষ্ঠানের জন্য উপস্থাপক-উপস্থাপিকা নিচ্ছে শিলচর আকাশবাণী
ওয়ে টু বরাক, ২৩ জুন : আকাশবাণী শিলচর কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ীভাবে যুববাণী অনুষ্ঠানের জন্য কিছু উপস্থাপক ও উপস্থাপিকা নেওয়া হবে। কেন্দ্রের অনুষ্ঠান নির্বাহী আধিকারিক হিতব্রত ভট্টাচার্য এক বিবৃতিতে ইচ্ছুকদের সংশ্লিষ্ট পদে আবেদন করার অনুরোধ জানিয়েছেন। এই উপস্থাপকদের স্টুডিওতে যুববাণী অনুষ্ঠান প্রস্তুত ও উপস্থাপনা করা ছাড়াও প্রয়োজনে বাইরে গিয়ে রেকর্ডিং করতে হবে।
কেন্দ্রের অনুষ্ঠান নির্বাহী আধিকারিক জানিয়েছেন, সংশ্লিষ্টদের আবেদনের তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। আবেদনকারীকে যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। তাছাড়া বাংলা ভাষা স্পষ্টভাবে বলা, পড়া ও লেখার দক্ষতা থাকতে হবে। তাদের স্থানীয় কৃষ্টি, ভাষা সংস্কৃতি সম্পর্কেও যথাযথ জ্ঞান থাকতে হবে। আবেদনকারীদের কণ্ঠস্বর সম্প্রচার-উপযোগী হতে হবে ও সাধারণভাবে কম্পিউটার ব্যবহারের জ্ঞান থাকতে হবে। আবেদন করতে হবে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আবেদনপত্রের ফর্ম, মাশুল জমা দেওয়ার নম্বর ও ঠিকানা এবং বিস্তৃত বিবরণ জানার জন্য ইচ্ছুক আবেদনকারীরা আকাশবাণী শিলচর কেন্দ্রের অফিশিয়াল ফেসবুক পেজ ‘আকাশবাণী শিলচর’ দেখতে পারেন।