Barak UpdatesHappeningsBreaking News
সাতদিনেই শুদ্ধ মার্কশিট পাবে অনুপস্থিত দেখানো পরীক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রকের আশ্বাস
ওয়েটুবরাক, ৯ মেঃ দুই বছর আগে মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছিল বিশ্বদীপ নাথ। এ বার উচ্চ মাধ্যমিকেও ভালো ফল আশা করছিল। প্রস্তুতি নিচ্ছিল বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য। কিন্তু অন্যান্য বিষয়ে ৯২.৭৫ শতাংশ নম্বর পেয়েও পাশ মার্কশিট দেখতে পায়নি সে। ইংরেজিতে অনুপস্থিত দেখিয়ে তিন মাস পরে ফের পরীক্ষায় বসতে পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্বদীপের মতো ঘটনা ঘটেছে কাছাড়ের শতাধিক ছাত্রছাত্রীর সঙ্গে। এর মধ্যে রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের ৩৬জন, হলি ক্রশ স্কুলের ৩৯জন। তারা সবাই বিজ্ঞান বিভাগের, কাছাড়় কলেজ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় বসেছিল। সবাইকেই ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়েছে। এ ছাড়াও, নিজ পরীক্ষাকেন্দ্রে বসেও দুর্ভোগে পড়তে হয়েছে গুরুচরণ কলেজের পরীক্ষার্থীদের। ঠিক কতজনকে অনুপস্থিত দেখানো হয়েছে, কলেজ কর্তৃপক্ষ না বলতে পারলেও তাঁরা জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত ৪৩জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল বলে লিখিতভাবে দাবি করে গিয়েছে।
অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষা নিয়ন্ত্রক পঙ্কজ বরঠাকুর জানান, তাদের খাতাগুলো খুঁজে দেখা হচ্ছে। পরীক্ষায় বসলে অবশ্যই নম্বর যোগ হবে। সে ক্ষেত্রে সাতদিনের মধ্যে শুদ্ধ মার্কশিট পাঠানোর আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত, এ বারই প্রথম অসমের উচ্চ মাধ্যমিকে মেধা তালিকা তুলে দেওয়া হয়েছে। বরঠাকুর বলেন, মেধা তালিকা হচ্ছিল বলে মেধায় কেউ গুরুত্ব দিচ্ছিলেন না, তালিকায় নাম তুলতেই ব্যস্ত ছিলেন সবাই। তাতেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের রমরমা বাড়ছিল। মার খাচ্ছিল সরকারি বিদ্যালয়, মহাবিদ্যালয়গুলি। তিনি আশাবাদী, তালিকা তুলে দেওয়ায় অসমের শিক্ষাব্যবস্থায় এর সুফল স্পষ্ট ধরা পড়বে।