NE UpdatesHappeningsBreaking News
পদত্যাগ পত্র ফিরিয়ে নিলেন আব্দুল খালেক
ওয়েটুবরাক, ২০ মার্চ : শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন বরপেটার কংগ্রেস সাংসদ আব্দুল খালেক। বুধবার দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং খাড়্গের সঙ্গে বৈঠকের পরে জানালেন, “ইস্তফা প্রত্যাহার করে নিলাম।”
তিনি বললেন, ‘‘আমি গত ২৫ বছর ধরে কংগ্রেস করছি। অন্য দলে যোগ দেওয়ার কোনও প্রশ্ন নেই।’’ ইস্তফা প্রত্যাহারের কথা জানিয়ে লেখা চিঠিতে তাঁর মন্তব্য, ‘‘দু’বারের বিধায়ক এবং বর্তমান সাংসদ হিসাবে আমি কিছু সমস্যার কথা জানিয়ে তার প্রতিকার চেয়েছিলাম। দলের কেন্দ্রীয় নেতৃত্বের আশ্বাস এবং সোনিয়াজির আশীর্বাদ পেয়েছি। গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করা প্রত্যেক গণতান্ত্রিক এবং প্রগতিশীল চেতনাসম্পন্ন ব্যক্তির কর্তব্য ও দায়িত্ব। কংগ্রেসকে শক্তিশালী করা সময়ের দাবি। তাই আমি পদত্যাগ প্রত্যাহার করছি।’’