Barak UpdatesHappeningsBreaking News
মহর্ষি বিদ্যামন্দিরে বিজ্ঞান, গণিত, চারুকলা ও হস্তশিল্পের প্রদর্শনী
ওয়ে টু বরাক, ১১ জানুয়ারি : ১২ জানুয়ারি মহর্ষি মহেশ যোগীর জন্মদিনকে কেন্দ্র করে জ্ঞান যোগ দিবস পালন উপলক্ষে মহর্ষি বিদ্যামন্দির শিলচরে ১০ জানুয়ারি বুধবার থেকে শুরু হলো তিনদিনের বিজ্ঞান, গণিত, চারুকলা ও হস্তশিল্পের প্রদর্শনী। বুধবার প্রদীপ প্রজ্বলন ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষা শমিতা দত্ত ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বিজ্ঞান শাখার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও একাদশ শ্রেণির ১৬০ জন ছাত্রছাত্রী ফিজিক্স, কেমেষ্ট্রি ও বায়োলজি বিভাগে সর্বোমোট ৫৫টি সায়েন্স মডেল তৈরি করে।
গণিত বিভাগে নার্সারি থেকে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা মিলে সর্বমোট ৩০টি মডেল তৈরি করে। আমাদের প্রাত্যহিক জীবনে গণিত যে কত অপরিহার্য সেই বিষয় এবং সমগ্র বিশ্বে গণিতে যাদের বিশেষ অবদান রয়েছে তাদের কথা প্রদর্শনীর মাধ্যমে ছাত্রছাত্রীরা তুলে ধরে। ছাত্রছাত্রীদের নিজের হাতে তৈরি ৬৬৩টি চিত্র এবং ৭৫৪টি হস্তশিল্পের মডেল বিদ্যালয়ে প্রদর্শিত হয়। এইসব মডেল তৈরি করতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিজস্ব বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবক ছাড়াও অন্যান্য স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরও এই প্রদর্শণী দেখার জন্য বিদ্যালয়ের অধ্যক্ষা শমিতা দত্ত আহ্বান জানান।
প্রতিদিন সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত এই প্রদর্শনী গুলো চলবে। উল্লেখ্য, চিত্র ও হস্তশিল্প প্রদর্শনীটি বিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রাক্তন শিক্ষক প্রয়াত ভাস্কর দত্ত গুপ্তের নামে উৎসর্গ করা হয়। তাছাড়াও মহর্ষি মহেশ যোগীজির দর্শনের উপরও একটি প্রদর্শনী বিদ্যালয় প্রাঙ্গণে করা হয়। ১২ জানুয়ারি মহর্ষি মহেশ যোগীজির জন্মদিন উপলক্ষে কাছাড় ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় স্কুলে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে।