NE UpdatesAnalyticsBreaking News
মিশে যাচ্ছে সেবা ও কাউন্সিল, নতুন নাম স্কুল শিক্ষা বোর্ড
গুয়াহাটি, ১৬ নভেম্বর : ইতিহাস হতে যাচ্ছে আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ। এই দুটোকে এ বার একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরহিত্যে দিসপুরের লোকসেবা ভবনে সরকারের সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সেবা ও কাউন্সিলকে একত্রিত করে নতুন নামকরণ করা হচ্ছে আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড অর্থাৎ Assam State School Education Board. এছাড়াও কেবিনেট বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্ধান্ত গুলোর কথা জানান মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া ও মন্ত্রী বিমল বরা।
ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী বিধানসভার বাজেট অধিবেশন আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হবে। এছাড়া মিসিং স্বায়ত্তশাসিত পরিষদের অন্তর্গত মিসিং জনবসতিপূর্ণ রাজ্যের দশটি জেলায় আলি আয়ে লৃগাঙের ক্ষেত্রে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। ধেমাজি, লখিমপুর, শোণিতপুর, বিশ্বনাথ, গোলাঘাট, শিবসাগর, যোরহাট, ডিব্রুগড়, তিনসুকিয়া ও মাজুলিতে আলি আয়ে লৃগাঙের জন্য সরকারি বন্ধ থাকবে।
ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী অন্য সেবা সপ্তাহের দিন পরিবর্তন করা হয়েছে। সে অনুযায়ী এখন থেকে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে বিনামূল্যে চাল বিতরণ ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত করা হয়েছে। এছাড়া খাসি জয়ন্তিয়া উন্নয়ন পরিষদ গঠনের জন্য অনুমোদন জানিয়েছে মন্ত্রিসভা। এর পাশাপাশি ইলেকট্রিক বাহন চলাচলে গুরুত্ব আরোপ করে পঞ্জিয়ন মাসুল ২% কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।