Barak UpdatesBreaking News
রাধেশ্যামের জন্যই টিকিট চাইল করিমগঞ্জ কংগ্রেসKarimganj Congress seeks ticket for Radeshyam
গাঁটছড়া না বাঁধলেও লোকসভা নির্বাচনে অসমে কংগ্রেস-এআইউডিএফ বোঝাপড়া হচ্ছে। এআইইউডিএফ তাদের জেতা আসন করিমগঞ্জ ছেড়ে দিচ্ছে। বিনিময়ে কংগ্রেস ডিব্রুগড় ও ধুবড়ি ছেড়ে দেবে। অন্য আসনগুলিতে দুই দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা হতে পারে। শেষপর্যন্ত আসন সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বদরুদ্দিন আজমলের দলকে আরও এক-দুটি আসন দিয়ে আঁতাত গড়ে নিতে পারে কংগ্রেস। এই জায়গায় অবশ্য কংগ্রেসের একটি মহলের তীব্র আপত্তি।
বোঝাপড়ার সিদ্ধান্ত চূড়ান্ত ধরে নিয়েই প্যানেলের পুরনো সিদ্ধান্ত থেকে সরে আসছে করিমগঞ্জ কংগ্রেস। জেলা সভাপতি সতু রায় বর্তমান এআইইউডিএফ সাংসদ রাধেশ্যাম বিশ্বাসকে কংগ্রেসের টিকিট দিতে এআইসিসি-কে পরামর্শ দিয়েছেন। অসমের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক হরিশ রাওয়াতকে চিঠি লিখে বলেন, দলত্যাগের ব্যাপারে রাধেশ্যাম বিশ্বাসের আপত্তি নেই। টিকিট নিশ্চিত হলেই তাঁকে দলে নিয়ে আসা যায়।
এ দিকে, সাংসদ রাধেশ্যাম বিশ্বাসের দুটো মোবাইলই দিনভর স্যুইচড অফ। এই ইস্যুতে মুখে কুলুপ আঁটা অন্য এআইইউডিএফ নেতাদেরও।