Barak UpdatesAnalyticsBreaking News

১৮ নভেম্বর থেকে শিলচরের বিপিন পাল মাঠে বইমেলা

ওয়ে টু বরাক, ৬ নভেম্বর : আগামী ১৮ নভেম্বর থেকে ৩১তম শিলচর বইমেলা শুরু হচ্ছে। শিলচরের বিপিন পাল সভাস্থলে এই মেলা চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। শিলচর সুভাষনগরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এ সম্পর্কে জানিয়েছেন বইমেলা কমিটির চেয়ারম্যান হারাণ দে, কার্যকরী সভাপতি আব্দুল হাই লস্কর, সভানেত্রী স্বর্ণালী চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব পালচৌধুরী প্রমুখ।

বইমেলা কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, মেলা প্রাঙ্গণে মোট ৩০টি স্টল থাকবে। এগুলোতে ন্যাশনাল বুক ট্রাস্ট সহ কলকাতা, গুয়াহাটি, আগরতলা ও শিলচরের প্রকাশকরা বইয়ের সম্ভার নিয়ে উপস্থিত থাকবেন। বইমেলায় কয়েকটি বইও প্রকাশিত হবে। মেলা কমিটির কর্মকর্তারা আক্ষেপ করে বলেন, বইয়ের প্রতি নতুন প্রজন্মের অনীহা দিন দিন বাড়ছে। তারা এখন সোশ্যাল মিডিয়া, মোবাইল গেম ইত্যাদিতে মজে রয়েছে। এথেকে তাদের মন ঘোরাতে অভিভাবকদেরও যথেষ্ট দায়িত্ব রয়েছে বলে বইমেলা উদ্যোক্তারা মন্তব্য করেন।

এ দিকে, বইমেলাকে আকর্ষণীয় করে তুলতে প্রতিদিনই কবিতার আসর, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এ ছাড়া সাহিত্য আলোচনার ওপর তিনদিনের একটি বিশেষ অনুষ্ঠানও থাকবে বলে জানান উদ্যোক্তারা। কমিটির পক্ষ থেকে সবাইকে বইমেলায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker