Barak UpdatesHappeningsBreaking News

শিল্পী-সংগঠকদের নিয়ে সাংস্কৃতিক মহাসংগ্রামের প্রস্তুতি সভা দীপায়নের

ওয়ে টু বরাক, ৩ নভেম্বর : খেল মহারণের পাশাপাশি এ বার অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো অসম সাংস্কৃতিক মহাসংগ্রাম শুরু হচ্ছে আগামী ১০ নভেম্বর থেকে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় ডিস্ট্রিক্ট কমিশনারের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠক উপস্থিত ছিলেন এ দিনের সভায়।

সরকারের সাংস্কৃতিক মহাসংগ্রাম কার্যসূচি সফলভাবে আয়োজন করতে শিল্পী সম্প্রদায়ের কাছ থেকে সাহায্য সহযোগিতা চাইলেন বিধায়ক। সুষ্ঠু ও সফলভাবে এই সাংস্কৃতিক মহোৎসবকে আয়োজন করার উদ্দেশ্যে এ দিন বিধায়ক শিলচর শহরের ২৮টি ওয়ার্ডকে তিনটি জোনে ভাগ করেন। প্রতিটি জোনে ইচ্ছুক প্রতিযোগীদের নাম নথিভুক্ত করা এবং বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি জোন থেকে শিল্পীদের বেশি সংখ্যায় প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান দীপায়ন।

প্রসঙ্গত আগামী ১০ নভেম্বর থেকে জিপি ও ওয়ার্ড পর্যায়ে শুরু হবে প্রতিযোগিতা। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এরপর কেন্দ্রভিত্তিক প্রতিযোগিতা চলবে ৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। জেলা পর্যায়ে প্রতিযোগিতা হবে ২ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। ধাপে ধাপে সেরাদের বাছাই শেষে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে রাজ্য পর্যায়ের অর্থাৎ চূড়ান্ত প্রতিযোগিতাটি।

এই সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়গুলোর মধ্যে রয়েছে জ্যোতি সংগীত, রবীন্দ্র সংগীত, রাভা সংগীত, বিহু নৃত্য (দলগত), অসমের লোকনৃত্য (দলগত) ইত্যাদি। অসম সরকার কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত এই মহোৎসবকে সফল রূপ দিতে এ দিন সভায় উপস্থিত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা গঠনমূলক মতামত তুলে ধরেন।

বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সভাপতিত্বে এ দিনের এই বিশেষ সভায় সরকারি আধিকারিক হিসেবে উপস্থিত ছিলেন ডিডিসি রাজীব রায়, বিদ্যাশ্রী লাংথাসা। এছাড়াও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অমরেন্দ্র চক্রবর্তী, দিলীপ সিনহা, দেবতোষ নাথ, নিখিল পাল, সুদর্শন ধর, প্রদীপ আচার্য, জয়ন্ত কিশোর দাস, ড: বিভাস দেব, সন্দীপ আচার্য, শাশ্বতী চক্রবর্তী, শিল্পী চক্রবর্তী, ভাস্কর দাস, শর্মিষ্ঠা দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker