NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

উত্তর কাছাড় পার্বত্য পরিষদ ও শিলচর পুরসভা ভোটে লড়বে তৃণমূল কংগ্রেস

ওয়েটুবরাক, ১১ অক্টোবর : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্ধিতা করবে৷ লড়বে শিলচরের পুর ভোটেও৷ মঙ্গলবার গুয়াহাটিতে দলের বর্ধিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

শিলচরে করপোরেশন ঘোষণা করে হিমন্ত বিশ্ব শর্মার সরকার এখনও নির্বাচন করায়নি৷ অফিসার দিয়েই চলছে পুরপ্রধানের কাজকর্ম৷ তাই সেখানে কবে ভোট হবে, তা এখনই বলা যাচ্ছে না৷ তবে ডিমা হাসাও জেলায় উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে ভোটগ্রহণের জন্য সরকারি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ ফলে লোকসভা নির্বাচনের আগে সেখানেই দলের শক্তিপরীক্ষা হতে চলেছে৷
প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব জানান, শিলচরে পুর ভোট না করানোয় মানুষের মধ্যে ক্ষোভ জমছে৷ একে পুঁজি করেই তিনি তাঁর নিজের শহরে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷
সুস্মিতা অবশ্য সভাসমিতিতে শুধুই সংখ্যা প্রদর্শনের পক্ষপাতী নন ৷ তাঁর কথায়, সংগঠনে আগ্রহী কিছু মানুষ পেলেই কাজ হয়ে যায়৷ তাই ডিমা হাসাও বা শিলচরে কত মানুষ দলে রয়েছেন, তা দেখা জরুরি নয়৷ কাজের মানুষ রয়েছেন কিনা, সেটাই বড় প্রশ্ন৷ সুস্মিতার দাবি, কাজের মানুষগুলিকে নিয়েই তৃণমূল আগামীদিনে ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছেন৷

কালীপূজার পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম সফরে আসার কথা রয়েছে৷ তখন কোথায় সভা হতে পারে, জনসমাগম কেমন হবে, সে সব নিয়েও এইদিনের সভায় প্রাথমিক কথাবার্তা হয়৷ সফরের দিনক্ষণ চূড়ান্ত হলে বাকি কথা সেরে নেবেন বলে সিদ্ধান্ত হয় এ দিন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker