ওয়ে টু বরাক, ৩০ সেপ্টেম্বর : রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছাড় জেলায়ও আগামী ৩ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সংকল্প সপ্তাহ শুরু হচ্ছে। নিতি আয়োগ ৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সমস্ত উচ্চাকাঙ্খী ব্লকে সংকল্প সপ্তাহ পালন করার প্রস্তাব দিয়েছে। গত ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী উচ্চাকাঙ্খী ব্লক প্রোগ্রাম (এবিপি) চালু করার পর রাজ্যে যে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল, এর সুযোগ বিস্তৃত করার জন্য ব্লকে সংকল্প সপ্তাহ শুরু হচ্ছে।
এর প্রেক্ষিতে কাছাড় জেলার লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ব্লক /প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ৩ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষা ও মেলা অনুষ্ঠিত হবে। এতে এএনসি ক্লিনিক, প্রতিষেধক, এনসিডি স্ক্রিনিং, অ্যানিমিয়া ইত্যাদি পরীক্ষা চালানো হবে। ৪ অক্টোবর পোষণ/ নিউট্রিশন মেলা অনুষ্ঠিত হবে। এতে শিশু/ মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে বিভিন্ন অনুষ্ঠান, পৌষ্টিক আহার এবং বাগান ইত্যাদির ওপর আলোকপাত করা হবে।
অনুরূপভাবে ৫ অক্টোবর স্বচ্ছতা অভিযানের ওপর জোর দেওয়া হয়েছে। আগামী ৬ অক্টোবর কৃষি মেলা, কর্মশালা, প্রদর্শনী ইত্যাদি বিভিন্ন কার্যক্রম রয়েছে। আগামী ৭ অক্টোবর শিক্ষা অভিযান/মেলা ইত্যাদি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৮ অক্টোবরের কার্যসূচির মধ্যে থাকবে লাইভলিহুড মেলা। এতে বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী, ব্যবসা বাণিজ্যের তথা সচেতনতার ওপর প্রতিযোগিতা, পিএম বিশ্বকর্মা প্রকল্পের এনরোলমেন্ট সহ বিভিন্ন প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। আগামী ৯ অক্টোবর সমাবেশ ইত্যাদি ব্লক এবং পঞ্চায়েতগুলিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংকল্প সপ্তাহের কার্যসূচিকে জেলা স্তরে বাস্তবায়িত করার তথা মানুষের মধ্যে সজাগতা তৈরির উদ্দেশ্যে শুক্রবার শিলচর জেলা পরিষদ কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রীর দেওয়া উচ্চাকাঙ্খী ব্লক প্রোগ্রাম এর ভাষণ শোনানো হয়। এই অনুষ্ঠানে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই এবং জেলা পরিষদের সভাপতি অমিতাভ রাই সহ কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, কাছাড়র জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায় এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা অংশ নেন।