Barak UpdatesHappeningsBreaking News
ডিলিমিটেশন : রবিবার আন্দোলনকারী সংগঠনগুলির যৌথসভা
ওয়েটুবরাক, ১৯ আগস্ট : ২০২৬ সালে গোটা দেশে বিধানসভা ও লোকসভার সীমানা পুনর্নির্দ্ধারণের কাজ শুরু হবে৷ কিন্তু এর পরিবর্তে ২০২৩ সালেই তা সম্পন্ন করে নিয়েছে নির্বাচন কমিশন। ডিলিমিটেশনের খসড়া প্রকাশের পর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল তা অগ্রাহ্য করে, এমনকি সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সময়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করেছে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি (সিআরপিসিসি)। তাদের কথায়, বরাক উপত্যকার প্রতিটি সংগঠনের আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশন উপত্যকার দুটো গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কমিয়ে দিয়েছে। এর ফলে বরাক উপত্যকার জনগণের সমস্যা বিধানসভায় তুলে ধরার প্রতিনিধি সংখ্যা যেমন হ্রাস পেয়েছে, ঠিক তেমনি এলাকা উন্নয়ন তহবিলের টাকা খরচের পরিমাণও সরাসরি কমিয়ে দেওয়া হল। ডিলিমিটেশন খসড়া প্রকাশের পর থেকে বরাক উপত্যকায় যে সব সংগঠন এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছে, তাদের ঐক্যবদ্ধ করে নির্বাচন কমিশনের চূড়ান্ত বিজ্ঞপ্তি সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে আগামীতে কী পদক্ষেপ গ্রহণ করা যায় সে ব্যাপারে আলোচনার উদ্যোগ নিয়েছে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি৷ আগামী ২০ আগস্ট, রবিবার শিলচরের ইলোরা হেরিটেজ হলে বেলা সাড়ে এগারোটায় বরাক উপত্যকার আন্দোলনকারী সংগঠনগুলির এক যৌথ সভা অনুষ্ঠিত হবে বলে সিআরপিসিসির চেয়ারম্যান অধ্যাপক তপোধীর ভট্টাচার্য জানিয়েছেন৷