Barak UpdatesHappeningsBreaking News
হাফলং-শিলচর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ওয়েটুবরাক, ১৪ জুন : হাফলং-শিলচর জাতীয় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল৷ লাগাতার বর্ষণের দরুণ বুধবার ভোরে হারাঙ্গাজাওয়ের কাছে রেখো গ্রামে পাহাড় থেকে খসে প্রচুর মাটি অনেকটা জায়গা জুড়ে ধসে পড়ে৷ আরও বিভিন্ন জায়গায় ধস পড়ার আশঙ্কা রয়েছে৷ বৃষ্টি অব্যাহত থাকায় দুশ্চিন্তায় ডিমা হাসাও সহ বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের ট্রেনযাত্রীরাও৷ রেল দফতর সূত্রে জানা গিয়েছে, এই সময় পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে৷
এদিকে, অতিবর্ষণে যাতে কোনও অঘটন ঘটতে না পারে, সে জন্য জেলা প্রশাসন মঙ্গলবার থেকে পাঁচদিনের জন্য সমস্ত বন্ধ রেখেছে৷