NE UpdatesHappeningsBreaking News
কন্যাসন্তানের ওপর নির্যাতন, চিকিৎসক ও পরিচারিকা গ্রেফতার
ওয়েটুবরাক, ৭ মে : সন্তানের উপরে অত্যাচার চালানোর অভিযোগে ও প্রখর রোদে ছাদে ছোট কন্যাসন্তানকে বেঁধে রাখার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে গুয়াহাটির চিকিৎসক দম্পতির বিরুদ্ধে মামলা করল পুলিশ। গ্রেফতার করা হল চিকিৎসক ওয়ালিউল ইসলামকে। তাঁর স্ত্রী, মনোরোগ বিশেষজ্ঞ সঙ্গীতা দত্ত নিজের ফেসবুক পেজে ভিডিও আপলোড করে দাবি করেছেন, তাঁকে ও তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে। তাঁরা সন্তানদের যথাযথ যত্ন নেন। স্বামীর কিছু হলে তিনি আত্মঘাতী হবেন। পরে ভিডিয়োটি ডিলিট করে দেন তিনি। পুলিশ বাড়ির এক পরিচারিকাকেও গ্রেফতার করেছে। সঙ্গীতাকে খোঁজা হচ্ছে। শিশুটিকে একটি শিশু সুরক্ষা কেন্দ্রে রাখা হয়েছে। শিশু অধিকার কর্মী মিগুয়েল দাস দাবি করেন, ৫ বছরের ওই মেয়েটির ডাক্তারি পরীক্ষায় দেহের নিম্নাঙ্গ ও যৌনাঙ্গে পোড়ানোর দাগ মিলেছে। দেহে মিলেছে আঘাতের আরও চিহ্ন। আগেও ওই চিকিৎসক দম্পতির বিরুদ্ধে বাচ্চাদের উপরে অত্যাচার চালানোর অনেক অভিযোগ এসেছে।