NE UpdatesHappeningsBreaking News
চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষিত, উত্তীর্ণ ১৪,২৮১
গুয়াহাটি, ৪ মে ঃ রাজ্য সরকারের ৪৮টি বিভাগে চতুর্থ শ্রেণির ১৪২৮১টি পদের জন্য নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৪২৮১ জন প্রার্থী। বৃহস্পতিবার গুয়াহাটির খানাপাড়ায় অসম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করেন চতুর্থ শ্রেণির পদের রাজ্য পর্যায়ের নিয়োগ কমিশনের অধ্যক্ষ ড. বি কল্যাণ চক্রবর্তী। তিনি জানান, সেবা ও আসাম সরকারের ওয়েবসাইটে প্রার্থীরা ফলাফল দেখতে পারবেন।
তিনি জানান, সেবা আয়োজিত চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষায় ৪ লক্ষ ৪২ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থী বসেছিলেন। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দুটি পর্যায়ে এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। মেট্রিক ও তার সমপর্যায়ের পরীক্ষা উত্তীর্ণ এবং অষ্টম শ্রেণি পর্যন্ত পড়া প্রার্থীদের দুটি পর্যায়ে বিভক্ত করে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি পর্যায়ে লিখিত পরীক্ষার পর সাক্ষাতকার গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষা ও সাক্ষাতকারের ওপর ভিত্তি করে যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। সে অনুযায়ী ১৪২৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য বাছাই করা হয়।
এই সাংবাদিক বৈঠকে কমিশনের সচিব কমলজিত তালুকদার এবং সহকারী কমিশনার রিমঝিম কোওর উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে বুধবার তৃতীয় শ্রেণির চাকরির নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল। তৃতীয় শ্রেণির ক্ষেত্রে ১১৫১০টি পদের বিপরীতে ১১৩২৪ জন উত্তীর্ণ হয়েছিলেন।