India & World UpdatesHappeningsBreaking News
আগরতলা-আখাউড়া রেল লিঙ্ক সেপ্টেম্বরে
ওয়েটুবরাক, ২২ এপ্রিল : আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে বাংলাদেশের সঙ্গে রাজ্যের রেল যোগাযোগ চালু হতে চলেছে। বহু প্রতীক্ষিত আগরতলা-আখাউড়া রেল লিঙ্ক প্রকল্পটির কাজ দ্রুত সম্পন্ন করার ওপরই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী গত ১৯ এপ্রিল নতুনদিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের রেল পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে রাজ্যের প্রস্তাব সমূহ নিয়েও আলোচনা করেন। আগরতলা-আখাউড়া রেল সংযোগের কাজ দ্রুত শেষ করার জন্য অতিরিক্ত ১৫০ কোটি টাকা বরাদ্দ করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী ডোনার মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। পরিবহণ মন্ত্রী জানান, আগরতলা-আখাউড়া রেল লিঙ্ক প্রকল্পের দায়িত্বে রয়েছে ডোনার মন্ত্রক। ডোনার মন্ত্রক খুব শীঘ্রই এই অর্থ মঞ্জুর করবে। তিনি জানান, এই রেল লিঙ্ক প্রকল্পে ভারতীয় অংশে ৮৫ শতাংশ ও বাংলাদেশ অংশে ৭৩ শতাংশের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এদিন সুশান্ত চৌধুরী দাবি করেন, আগরতলা-আখাউড়া নতুন রেল সংযোগ চালু হলে বাংলাদেশের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে ব্যবসা-বাণিজ্যের দ্বার খুলবে।
তিনি জানান, সঙ্গে ত্রিপুরায় বিকল্প রেল লাইন দ্রুত স্থাপনে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই লাইনটি হলে পড়ে উত্তর ত্রিপুরা জেলার সাথে ঊনকোটি জেলার সংযোগ ঘটবে। ইতিমধ্যে এই রেলপথ নির্মাণ প্রকল্পে কেন্দ্র ১৮৫৫ কোটি টাকা রেলওয়ে বোর্ডের কাছে পাঠিয়েছে। পরিবহন মন্ত্রী জানান, আগরতলা রেলওয়ে স্টেশনকে আন্তর্জাতিক মানের রূপান্তর করার জন্য জুলাই মাসে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রাজ্য সফর করার কথা রয়েছে। ওই সফরে তিনি আগরতলা রেলওয়ে স্টেশনের আন্তর্জাতিকমানে রূপান্তরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
বাংলাদেশের সাথে আরও একটি রেল পথের যোগাযোগের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর সাথে তা আলোচনা হয়েছে। ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া থেকে বাংলাদেশের ফেনী পর্যন্ত রেলপথটি চালু হলে দুইদেশের মানুষের মধ্যে চলাচল এবং বাণিজ্য বাড়বে বলে জানান সুশান্ত।