গৌহাটি হাইকোর্টের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে বুধবার কাছাড় আদালত চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে। এ দিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নারায়ণ উপাধ্যায়, সিজেএম ডিম্বেশ্বর তাই সহ বিচার বিভাগের অন্য আধিকারিকরা। এর আগে সকালে আদালত চত্বরে গাছের চারাও রোপণ করা হয়।
বার্মিজ সুপারি বোঝাই অল্টোর ধাক্কায় বাইক আরোহী দীপু সুলতান আহমেদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কালাইন বাজার সংলগ্ন স্থানে একটি অল্টোর সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পরই অল্টোটি পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দীপুকে প্রথমে কালাইন হাসপাতালে ও পরে শিলচরে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
কাছাড় জেলায় বন্যার প্রকোপ মোকাবিলায় বুধবার জেলাশাসক রোহন কুমার ঝার পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বন্যা বিপর্যয় ও এর মোকাবিলায় আগাম প্রস্তুতির ব্যাপারে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে তিনি আলোচনা করেন। জেলাশাসক খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগকে খাদ্য সামগ্রী বিক্রেতাদের নিয়ে বৈঠক করারও নির্দেশ দেন।
চৈত্রের ঝড়ে ক্ষতিগ্রস্তদের হাতে মোট ৫৯২টি টিন ও ৯৬টি চালের টুলি তুলে দিয়েছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন। মিশন চত্বরে ক্ষতিগ্রস্তদের হাতে এই টিনগুলো তুলে দিয়েছেন মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজ ও স্বামী রামভদ্রানন্দ মহারাজ। মিশনের পক্ষ থেকে নীলমণি রোড, শিববাড়ি, দাসপট্টি, ব্রজেন্দ্র রোড, মাইজগ্রাম এলাকার ৩০ পরিবারকে সাহায্য দেওয়া হয়েছে।
ভাঙ্গার নন্দপুরে একটি অল্টো ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৭ ব্যক্তি জখম হয়েছেন। এঁদের মধ্যে ৪ জন করিমগঞ্জ হাসপাতালে চিকিতসাধীন। বাকি ৩ জনের আঘাত গুরুতর থাকায় তাদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে দুটি গাড়িই দুমড়েমুচড়ে গিয়েছে। দুই চালকের অবস্থাই সংকটজনক।