NE UpdatesHappeningsBreaking News
ছয় বছর জেলে থাকার পর রাকেশ পালের জামিন মঞ্জুর
ওয়েটুবরাক, ২৪ মার্চঃ এপিএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলায় তখনকার চেয়ারম্যান রাকেশ পাল ছয় বছর পরে জেল থেকে মুক্তি পেতে চলেছেন। আগেই তিনি চারটি মামলায় জামিন পেয়েছিলেন। শুক্রবার পঞ্চম তথা অবশিষ্ট মামলায় গৌহাটি হাই কোর্ট থেকে জামিন লাভ করলেন তিনি।
এপিএসসির মাধ্যমে ২০১৩, ২০১৫ ও ২০১৬ সালের নিযুক্তি নিয়ে অভিযোগ ওঠে, তারা নগদ অর্থের বিনিময়ে চাকরি জুটিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুদিন আগেই বিধানসভায় জানিয়েছেন, ওই তিন বছরে নিযুক্তিপ্রাপ্তদের মধ্যে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে চাকরি থেকেও অপসারিত করা হয়েছে। আরও তিনজনকে সাসপেন্ড করা হয়েছে। চাকরিপ্রাপ্ত ছাড়াও কেলেঙ্কারিতে জড়িত হয়ে গ্রেফতার হয়েছেন আরও ১৩ জন। তাঁদের মধ্যে সে সময়কার চেয়ারম্যান রাকেশ পালও রয়েছেন।