Barak UpdatesHappeningsBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক সত্যভূষণ পাল প্রয়াত
ওয়ে টু বরাক, ২২ মার্চ : চলে গেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক তথা রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক সত্যভূষণ পাল। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার রাত ৯টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিগত কিছুদিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।
বুধবার সন্ধ্যা আটটা নাগাদ শিলচর হাইলাকান্দি রোডের নিজস্ব বাসভবনে শারীরিক অসুস্থতা বোধ করায় তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত ৯টা ১০ মিনিটে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। রেখে গেছেন স্ত্রী অধরচান্দ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষা ডাঃ মুক্তা দাস পাল, দুই ভাই, তিন বোন, আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্র-ছাত্রী, অনুরাগী সহ অসংখ্য গুণমুগ্ধকে।
প্রয়াত পালের অনেক ছাত্রছাত্রী বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। আসাম বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদান করার আগে তিনি শিলচর গুরুচরণ কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। আসাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান ও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার সুচারুরূপে পালন করেন তিনি। বিজ্ঞানী তথা বরাকের স্বনামধন্য গবেষক হিসাবে পরিচিতি রয়েছে প্রয়াত সত্য ভূষণ পাল৷ তাঁর তত্ত্বাবধানেই ডাঃ অরুণ পাল চৌধুরী এইচপিভি ভাইরাস নির্মূলের কারণ অনুসন্ধান করেছিলেন।
ক্যাটারেক্ট সমস্যার কারণ খুঁজতেও গবেষণা করেন তিনি। পরবর্তীতে ডঃ মিহির আলম সিদ্দিকী ক্যাটারাক্ট নেচার আই জার্নালে তাঁর গবেষণা প্রকাশিত হয়। এছাড়াও সায়েন্স ট্রায়াল অর্গানাইজেশন, চিলড্রেন সায়েন্স কংগ্রেস সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি।
বিভিন্ন সমাজ সেবামূলক কাজেও প্রয়াত পালের অবদান রয়েছে। প্রাক্তন অধ্যাপক সত্য ভূষণ পালের প্রয়াণে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, রেজিস্ট্রার ড. প্রদোষ কিরণ নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্ত রায় ও কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের ডিরেক্টর জয়ন্ত ভট্টাচার্য গভীর শোক ব্যক্ত করেছেন। এছাড়াও অধ্যাপক পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মী সহ অসংখ্য ছাত্র ছাত্রীরা।