Barak UpdatesHappenings
লক্ষীপুরের শান্তিপুর গ্রামে প্রকল্প পরিদর্শনে জনজাতি মোর্চার প্রতিনিধিরা
ওয়ে টু বরাক, ১৬ মার্চ : বিজেপি জনজাতি মোর্চার জেলা কার্যকারিনী সভা লক্ষীপুর বিধানসভার লক্ষীনগর গাঁও পঞ্চায়েতের অধীন শান্তিপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। প্রদেশ জনজাতি মোর্চার সভাপতি শিবনাথ ব্রহ্ম দলের ৭ পদাধিকারী নিয়ে ওই এলাকায় রাত কাটিয়ে গ্রামের লোকেদের সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্প ঘুরে দেখেন। ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে সভার কাজ শুরু হয়।
কাছাড় জেলা জনজাতি মোর্চার সভাপতি তীর্থ্রাজ বর্মণের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তা জনজাতি সম্প্রদায়ের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সাংগঠনিক স্তরে কাজকর্ম সুন্দরভাবে চালিয়ে যাওয়ার ওপর মত প্রকাশ করা হয়। এই সভায় ডিমাসা, মার, রংমাই নাগা, রিয়াং ও অন্য জনজাতি সম্প্রদায়ের শিল্পীরা নিজেদের পরম্পরাগত পোশাক পরে নৃত্যগীত পরিবেশন করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রত্না দাস, রনেন্দ্র নার্জারি, শান্তনু লাংথাসা, তিলোত্তমা হাসনু, মোহন বড়ো, প্রভাত বসুমাতারি, রূপেশ খেরসা, গোপাল রংমাই, সুদর্শন চৌধুরী প্রমুখ।