NE UpdatesHappeningsBreaking News
স্বাস্থ্য বিভাগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ! এক দম্পতি গ্রেফতার
গুয়াহাটি, ১৩ ফেব্রুয়ারি : স্বাস্থ্য বিভাগের প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে আসাম পুলিশ। ১২ ফেব্রুয়ারি স্বাস্থ্য বিভাগের তৃতীয় শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয় লখিমপুরে। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার ঠিক পরেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নামে পুলিশ। এই তদন্ত চলাকালীন পুলিশের জালে পড়ে মৈরাবাড়ির এক মহিলা ও তার স্বামী। পুলিশ জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার নাসিমা বেগম ও তার স্বামী মফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মৈরাবাড়ির হাতিমুরিয়া গ্রাম থেকে পুলিশ আটক করে।
পুলিশ আরও জানায়, লখিমপুর পুলিশের সহায়তায় মৈরাবাড়ি পুলিশ এই দুজনকে গ্রেফতার করেছে। স্বামী মফিজ উদ্দিনের ঘর গুলাইবরী গ্রামে। বর্তমানে এই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য লখিমপুর পুলিশ হেফাজতে নিয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের তৃতীয় শ্রেণির পরীক্ষায় লখিমপুর থেকে বসেছিল নাসিমা বেগম। নাসিমার মোবাইলে স্বাস্থ্য বিভাগের এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পর ভাইরাল হয়ে যায়।