NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
বিপন্ন কচ্ছপ নাগাল্যান্ডের জঙ্গলে ছেড়ে পরীক্ষা
ওয়েটুবরাক, ২০ ডিসেম্বর : নাগাল্যান্ডের সংরক্ষিত জঙ্গলে ছাড়া হলো দশটি বিশেষ প্রজাতির কচ্ছপ। কচ্ছপ এমনিতেই বিপন্ন প্রাণী। এর মধ্যে এশিয়ান জায়েন্ট টরটয়েজ একেবারেই বিপন্ন বলে তালিকাভুক্ত। এই প্রজাতিই এশিয়ার সবচেয়ে বড় আকারের কচ্ছপ। খাচাবন্দি অবস্থায় প্রজনন ও লালন করে সোমবার তাদের ফের জঙ্গলে ছাড়া হয়। এখন এক বিশেষ প্রক্রিয়ায় তাদের ওপর নজর রাখা হবে। এশিয়ান জায়েন্ট টরটয়েজ রিকভারি প্রজেক্টে ভারতে এটিই প্রথম কচ্ছপদের খাচাবন্দি রেখে ফের জঙ্গলে ছাড়ার ঘটনা। এর আগে একই ভাবে দশটি কচ্ছপকে ছাড়া হয়েছে বাংলাদেশের চট্টগ্রামের জঙ্গলে। গবেষকরা দুই দেশের কচ্ছপদের মধ্যে পরিবর্তনের তুলনাও দেখতে চাইছেন।