NE UpdatesHappeningsBreaking News
বিধানসভার ভোট, আজ মেঘালয়ে মমতা
ওয়েটুবরাক, ১২ ডিসেম্বর : পাখির চোখ বিধানসভার নির্বাচন৷ মেঘালয় সফরে আসছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শিলঙে পৌঁছাবেন। সঙ্গে দলের সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মেঘালয়ে দলীয় পর্যবেক্ষক মানস ভুঁইয়া। মঙ্গলবার বেলা বারোটায় শিলঙের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে প্রদেশ তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ভাষণ দেবেন পিসি-ভাইপো। সম্মেলনে বক্তাদের তালিকায় রয়েছেন মানস ভুঁইয়া, মেঘালয় প্রদেশ তৃণমূল সভাপতি চার্লস পাইংরোপে এবং বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমাও। তবে সবাই তাকিয়ে বাঙালি মুখ্যমন্ত্রী কী বলেন জনজাতি প্রধান রাজ্যে এসে৷ বিকাল চারটায় বড়দিন-পূর্ব এক সামাজিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন তৃণমূল নেত্রী। তাঁর মেঘালয় সফরের প্রতি মুহুর্তের সূচি প্রকাশ্যে না এলেও অনুমান করা হচ্ছে, তিনি সে রাজ্যের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় কথা বলবেন, নির্বাচনের রোডম্যাপ তৈরি নিয়ে পৃথক বৈঠক করবেন।
মেঘালয়ে তৃণমূল কংগ্রেস এর আগে কখনও নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেনি। কংগ্রেস ছেড়ে ১২ বিধায়ক ঘাসফুলে নাম লেখানোয় বিধানসভায় এই সময়ে এরাই প্রধান বিরোধী দল। পরে অবশ্য একজন পুরনো জায়গায় ফিরে যান।
গত মাসে অভিষেক মেঘালয় সফর করে গিয়েছেন। তুরাতে দলীয় কার্যালয় উদ্বোধন করে জনসভায় বক্তৃতা করেছেন। এর কিছুদিনের মধ্যে দলনেত্রীর সফরে স্পষ্ট, আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনকে বেশ গুরুত্ব দিচ্ছেন মমতা-অভিষেক।