Barak UpdatesHappeningsCultureBreaking News
জমজমাট অনুষ্ঠানে করিমগঞ্জে সিলেটি সম্মেলন
ওয়েটুবরাক, ৭ সেপ্টেম্বর : সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্ট আয়োজিত সিলেটি সম্মেলন অনুষ্ঠিত হলো করিমগঞ্জ রেলগেট সংলগ্ন এক ভবনে। শোভাযাত্রা এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রবিবার অনুষ্ঠানের সূচনা করেন করিমগঞ্জ পুর পরিষদের সভাপতি রবীন্দ্র দেব। গান, নৃত্য, ধামাইল, কবিতা পাঠ, সিলেটি খাওয়া-দাওয়া এবং সিলেটি বক্ত্যব্যে জমজমাট ছিল অনুষ্ঠান। এদিন তাদের ত্রৈমাসিক পত্রিকা ‘জড়োর টানে’-র পঞ্চম সংখ্যার আবরণ উন্মোচন করা হয়।
সর্বভারতীয় সিলেটি ফোরামের সভাপতি রত্নদীপ দাস বেঙ্গালুরু থেকে এসে যোগদান করেন। তিনি করিমগঞ্জ শাখার সকল কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান। তিনি জানান, এই সম্মেলনের হাত ধরেই করিমগঞ্জে তাদের সমাজ কল্যাণ শাখা ‘সাহায্যের হাত’-এরও যাত্রা শুরু হলো। ‘সাহায্যের হাত’ বর্তমানে শিলচর, গুয়াহাটি এবং বেঙ্গালুরুতে একনিষ্ঠ ভাবে সমাজের জন্য কাজ করে যাচ্ছে। এ বার যুক্ত হলো করিমগঞ্জও৷