NE UpdatesHappeningsBreaking News

উচ্চ মাধ্যমিকের মেধাবী ছাত্রীদের সঙ্গে ছাত্রদেরও স্কুটি

ওয়েটুবরাক, ৩০ নভেম্বর : উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদেরই ড. বাণীকান্ত কাকতি পুরস্কার হিসাবে স্কুটি প্রদান করা হচ্ছিল৷ এ বার ছাত্রদেরও পুরস্কার বা স্কুটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে৷ তবে ছাত্রীদের মতো শুধু প্রথম বিভাগে পাশ করলেই হবে না, তাদের পেতে হবে ৭৫ শতাংশ নম্বর৷ আজ বুধবার গুয়াহাটি খানাপাড়ায় আয়োজিত হয় ওই ড. বাণীকান্ত কাকতি পুরস্কার প্রদান অনুষ্ঠান৷ এ দিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মেধাবীদের হাতে স্কুটির চাবি তুলে দেন৷ মোট ৩৫৮০০ জনকে এই পুরস্কার প্রদান করা হয়৷ তাদের মধ্যে ৬০৫২ জন ছাত্র এবং ২৯৭৪৮ জন ছাত্রী৷

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রতিটি মেধাবী ছাত্রছাত্রীকে লাচিত বরফুকনের মতো বুদ্ধিমত্তা অর্জন করতে বলেন৷ শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু, বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিও মেধাবীদের সামনে বক্তৃতা করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker