India & World UpdatesHappeningsCultureBreaking News
করোনাকালে আরেক ইন্দ্রপতন, সঙ্গীতশিল্পী এসপি বালসুব্রহ্মণ্যম প্রয়াত
Legendary singer SP Balasubrahmanyam passes away

২৫ সেপ্টেম্বর : সঙ্গীত জগতকে শোকস্তব্ধ করে না-ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক এবং অভিনেতা এসপি বালসুব্রহ্মণ্যম। শুক্রবার দুপুর ১.০৪ মিনিট নাগাদ চেন্নাইয়ের এমজিএম হেলথ কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। এই সঙ্গীতশিল্পীর করোনা ধরা পড়ে গত ৫ আগস্ট। তখনও তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক ছিল।
তাঁকে ভেন্টিলেটরেও রাখা হয়েছিল। তারপর তাঁর অবস্থার উন্নতি হয়। যদিও ভেন্টিলেটর থেকে তাঁকে বের করা হয়নি। এর মধ্যেই বৃহস্পতিবার চেন্নাইয়ের এমজিএম হেলথ কেয়ার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, প্রবীণ শিল্পীর অবস্থা ক্রমশই সঙ্কটজনক হচ্ছে। তাঁকে সর্বোচ্চ ‘লাইফ সাপোর্ট’-এ রাখা হয়। ৫২ দিনের নিরন্তর যুদ্ধের পর শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
বালাসুব্রহ্মণ্যমকে প্রথমে তাঁর চিকিত্সক বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছিলেন। তবে বাড়ির লোকের কথা ভেবে হাসপাতালেই থাকার সিদ্ধান্ত নেন গায়ক। করোনায় আক্রান্ত হয়েও তাঁর মনোবল এতটুকু কমেনি। তাঁর প্রমাণ, হাসপাতালে ভর্তি হয়ে নিজের ভক্তদের প্রতি বার্তা দিয়ে তিনি বলেছিলেন, চাইলেই আমায় ফোন করতে পারেন। আমি ভালো আছি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।
১৯৪৬ সালের ৪ জুন তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় জন্ম এস পি বালসুব্রহ্মণ্যমের। তামিল, তেলুগু এবং হিন্দি ছবিতে কমল হাসানের গলায় অজস্র হিট গান গেয়েছেন এসপি। দক্ষিণী ছবিতে জেসু দাসের পরেই উচ্চারিত হয় এসপি (বালু)-র নাম। ২০০১ সালে পদ্মশ্রী এবং ২০১১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগত্। এ আর রহমান টুইট করে লিখেছেন, ‘এস পি বালসুব্রহ্মণ্যমের আত্মার শান্তি কামনা করি। স্তব্ধ।’ দক্ষিণী অভিনেতা বাবুও শোকপ্রকাশ করেছেন।
সঙ্গীতশিল্পী এস পি বালসুব্রহ্মণ্যমের প্রয়াণে শোকস্তব্ধ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে শোকবার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, সংগীত কিংবদন্তি এসপি বালসুব্রহ্মণ্যমের প্রয়াণে ভারতীয় সঙ্গীত সবচেয়ে সুরময় কণ্ঠকে হারাল। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি সমবেদনা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে শোকবার্তায় লিখেছেন, এসপি বালসুব্রহ্মণ্যমের প্রয়াণে আমাদের সঙ্গীত জগত্ অনেক কিছু হারাল। তাঁর সুরেলা কণ্ঠ এবং সঙ্গীত কয়েক দশক ধরে শ্রোতাদের মোহিত করেছে। এই দুঃখের সময়ে তাঁর পরিবার, অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।