NE UpdatesHappeningsAnalyticsBreaking News

মেঘালয়ে উত্তেজনা অব্যাহত, ৪৮ ঘণ্টার জন্য ৭ জেলায় ইন্টারনেট বন্ধ

ওয়ে টু বরাক, ২৭ নভেম্বর : সীমান্ত সংঘর্ষের পর মেঘালয়ের পরিস্থিতি যেন থামতেই চাইছে না। ঠিক যেন লকডাউনের পরিবেশ পুরো মেঘালয় জুড়ে। পড়ুয়াদের পরীক্ষা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি চাকরিজীবীরাও অফিসে যেতে ভয় পাচ্ছেন। মূলত হামলার আশঙ্কায়ই অনেকে ঘরবন্দি রয়েছেন।

Rananuj

এ দিকে, পশ্চিম কার্বি আংলং সীমান্তে পুলিশের গুলি চালনায় ৫ জনের মৃত্যুর পর কয়েকটি উপজাতি সংগঠন বিভিন্ন স্থানে উন্মত্ত আচরণ করেছে। এর জেরে কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবারও বেশ কিছু স্থানে হিংসাত্মক ঘটনা ঘটেছে। উন্মত্ত প্রতিবাদকারীদের একাংশ গাড়ির কাচ ভেঙে দেওয়া, চালকদের মোবাইল ছিনিয়ে নেওয়া ইত্যাদি ঘটনায় আতঙ্কের পরিস্থিতি তৈরি করেছে।

এ দিকে, গতকাল পঞ্চম দিনেও আসাম থেকে কোনও যানবাহন প্রবেশ করেনি। ৭ জেলায় গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তাছাড়া সড়কপথ বন্ধ থাকায় বরাক থেকে নিগ্রিমসে যাওয়া বহু রোগী আটকে রয়েছেন। তাদের থাকার জায়গার যেমন অভাব দেখা দিয়েছে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে খাদ্যের সংকটও সৃষ্টি হয়েছে। সেখানকার হোটেল ও লজ বরাকের মানুষকে থাকার জায়গা দিতে রাজি হচ্ছে না। ফলে চারদিক খোলা শেডে প্রচণ্ড শীতের মধ্যেই রাত কাটাতে হচ্ছে তাদের।

অন্যদিকে, রাস্তা বন্ধ থাকায় মেঘালয়গামী হাজার হাজার যানবাহন সড়কের দুপাশে আটকে রয়েছে। কাটিগড়ার শিবনগরে ৬ নং জাতীয় সড়কের ওপর গত মঙ্গলবার সকাল থেকে বহু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে বাইরের রাজ্যের রেজিস্ট্রেশন থাকা গাড়িগুলোকে যেতে দেওয়া হলেও অনুমতি মিলছে না আসামে পঞ্জীয়ন করা গাড়িগুলো। এদের খাবার সংকট দেখা দেওয়ায় গত তিনদিন ধরে দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা খাবার বিতরণ করে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker