Barak UpdatesHappeningsBreaking News
পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশেই সর্বাত্মক বনধ, বলল আমরা বাঙালি
ওয়েটুবরাক, ১৯ নভেম্বর : শুধু চাকরি ক্ষেত্রে নয়, সমস্ত রকম উন্নয়নের ব্যাপারে বরাক উপত্যকার মানুষের মনে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহি:প্রকাশেই ১৮ ই নভেম্বরের বনধ সর্বাত্মক ও স্বতঃস্ফূর্ত হয়েছে। এই মন্তব্য করেছেন আমরা বাঙালির আসাম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ৷ তিনি বনধ সফল করার জন্য বরাকবাসীকে অভিনন্দন জানান৷
তাঁর কথায়, “হিমন্ত বিশ্ব শর্মার সরকার নিশ্চয়ই অনুধাবন করবেন, কৌশলে ভোটে জিতে সরকার গঠন করলেই মানুষের মন জয় করা যায় না। মানুষ বেশিদিন ধাপ্পাবাজি সহ্য করবেন না।” বরাকবাসী এই বনধের মাধ্যমে সরকারকে সেই হুঁশিয়ারি দিয়েছে বলে মনে করেন তিনি।
পুরকায়স্থ বলেন, চাকরি ক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী জেলাস্তরে নিয়োগ করার নির্বাচনী প্রতিশ্রুতি যে প্রহসনে পরিণত হয়েছে, তা বরাকবাসী মর্মে মর্মে উপলব্ধি করছেন। অর্থনৈতিকভাবে সুপারি চাষীদের পঙ্গু করে দিতে যেমন সুপারির উপর বিধিনিষেধ জারি করেছেন, তেমনি উন্নয়নের ক্ষেত্রে বরাকের মন্থর গতি কারও নজর এড়ায় না। আগামীদিনে বৃহত্তর আন্দোলনের জন্য বরাকবাসী তৈরি হচ্ছেন, বনধ এরই জানান দিল । বনধকে সমর্থন করার জন্য ইতিমধ্যে সরকার আমরা বাঙালি দলের করিমগঞ্জ জেলা কমিটির সচিবকে নোটিশ ধরিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে৷ এই অভিযোগ করে সাধনবাবু বলেন, কোনও রকম দমন পীড়ন এই গণক্ষোভকে স্তব্ধ করতে পারবে না।