Barak UpdatesBreaking News

ভাষাশহিদদের স্বীকৃতি ! বরাকে স্মারক গড়বে সরকার
Language martyrs get recognition, state govt to built memorial

৬ ফেব্রুয়ারিঃ বরাক উপত্যকায় একটি ভাষাশহিদ স্মারক নির্মাণের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার ২০১৯-২০২০ বর্ষের বাজেট পেশ করতে গিয়ে তিনি বিভিন্ন প্রস্তাবের মধ্যে এরও উল্লেখ করেন। অর্থমন্ত্রীর এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে উপত্যকার বহু সংস্থা সংগঠন।

Rananuj

তাঁদের বক্তব্য, ভাষাশহিদ শব্দ ব্যবহারের মধ্য দিয়ে অসম সরকার ১৯৬১-র শহিদদের স্বীকৃতি দিল। ভাষাশহিদ স্টেশন শহিদ স্মারক সমিতির প্রধান কর্মকর্তা ডা. রাজীব কর বলেন, অত্যন্ত ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্য দিয়ে অনেকদিন পরে হলেও  অসম সরকার ভাষাশহিদদের স্মরণ করার কথা ভেবেছে।

রাজীববাবুর দাবি, এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভাষাশহিদ স্টেশন ঘোষণার কাজটিও সেরে নেওয়া হোক। তাঁর আশা, রাজ্য সরকার ২১ ফেব্রুয়ারি বা তার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এই সময়ে ভাষাশহিদ স্টেশনের নাম ঘোষণা রাজ্য সরকার তথা  স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে আটকে রয়েছে। এই অঞ্চলের শক্তিশালী সোশ্যাল মিডিয়া অপিনিয়ন মোভার্সের একমাত্র অ্যাডমিন দীপক সেনগুপ্ত বলেন, অত্যন্ত ভালো খবর

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker