Barak UpdatesHappeningsBreaking News
মহাষষ্ঠী থেকেই শিলচর শহরে পুজোর যান নিয়ন্ত্রণTraffic plan for Durga Puja 2022 to come into force in Silchar from Maha Shasthi
![](https://way2barak.com/wp-content/uploads/2022/09/traffic-durga-puja.jpg)
ওয়েটুবরাক, ৩০ সেপ্টেম্বর : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রবিবার থেকে শিলচর পুরসভার অধীনস্থ সড়কসমূহে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে হবে। শিলচর ট্রাফিক ইউনিট থেকে জানানো হয়েছে, ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সকাল ৯টা থেকে শহরে ট্রাক এবং সকল ধরনের ভারি ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারি, মধ্যম, ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি, সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর যাবতীয় গাড়িসমূহ পুর এলাকাতে চলাচল করতে পারবে না।
দূরপাল্লার রাজ্য সরকারের অধীনস্ত এবং বেসরকারি যাত্রীবাহী সুপারগুলি সকাল ৯টার পর থেকে যথাক্রমে রামনগর, সোনাই রোডের জাঙ্গিয়ানা, রংপুর, রায়গড় থেকে চলাচল করবে। করিমগঞ্জ, হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর থেকে যাতায়াত করবে। একইভাবে লক্ষীপুর, উধারবন্দ মণিপুরের সব ধরনের গাড়ি রংপুরের রামকৃষ্ণ পেট্রল পাম্প এবং সোনাই, মিজোরামের গাড়িগুলি জাঙ্গিয়ানা পয়েন্ট থেকে এবং মাছিমপুর রুটের গাড়িগুলি রায়গড়, ধোয়ারবন্দ রুটের গাড়িগুলি কাঠাল পয়েন্ট থেকে যাতায়াত করতে পারবে। পুর এলাকার ভিতরে থাকা রিকশা এবং অটো সমূহ পুর এলাকার বাইরে অস্থায়ী স্ট্যান্ডে থাকবে l
মালুগ্রাম বা ট্রাঙ্ক রোডের দিক থেকে আসা অন্যান্য গাড়িগুলি সদরঘাট পয়েন্ট থেকে ফরেস্ট অফিসের সামনে দিয়ে জানিগঞ্জ, দেওয়ানজি বাজার, প্রেমতলা, রাঙ্গিরখাড়ির দিকে যেতে পারবে। রাঙ্গিরখাড়ির দিক থেকে আসা হালকা যান প্রেমতলা, শিলংপটি, ডিআইজি অফিস পয়েন্ট হয়ে স্টেট ব্যাংকের সামনে দিয়ে টেনিস পয়েন্ট হয়ে পিডব্লুডি রোড অথবা ইন্ডিয়া ক্লাব রোড হয়ে ট্রাঙ্ক রোড, মালুগ্রাম, সদরঘাট, ফরেস্ট অফিস গলি, কোর্ট হয়ে জানিগঞ্জ, নাজিরপট্টি, প্রেমতলা, রাঙ্গিরখাড়ির দিকে যেতে পারবে। চামড়াগুদাম, বিলপার থেকে আসা গাড়ি কালীবাড়ি রোড হয়ে দেওয়ানজি বাজারের দিকে যেতে পারবে।পাবলিক স্কুল রোড, গোপীনাথ সিনেমা হলের নিকট থেকে সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকবে l জানিগঞ্জ থেকে কোনও ধরনের যানবাহন তুলাপট্টি বা উকিলপট্রির দিকে চলাচল করতে পারবে না। হাসপাতাল রোড থেকে কোনও ধরনের যানবাহন চেংকুড়ি রোড অভিমুখে যেতে পারবে না।
পূজার প্রথম দিন দুপুর ২টা থেকে ১নং লিংক রোড ওয়ানওয়ে হিসাবে পরিগণিত হবে। সব ধরনের যানবাহন সোনাই রোডের দিক থেকে লিংক রোডে ঢুকতে পারবে এবং হাইলাকান্দি রোড হয়ে বার হবে। লোচন বৈরাগী রোড দুপুর ২ ঘটিকা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ‘নো এন্ট্রি জোন’ হিসাবে থাকবে।
করিমগঞ্জ এবং হাইলাকান্দির দিক থেকে আসা যানবাহন সমূহ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হয়ে শিলচর শহরে প্রবেশ করতে পারবে l ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে তারাপুর ইঅ্যান্ডডি কলোনি পয়েন্ট পর্যন্ত ২ অক্টোবর দুপুর ২টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।
রংপুরের দিক থেকে আসা হালকা যানবাহন সদরঘাট হয়ে ক্যাপিটাল পয়েন্ট, ট্রাঙ্ক রোড, ইন্ডিয়া ক্লাব, জেল রোড, বিবেকানন্দ রোড হয়ে আশ্রম রোড যেতে পারবে অথবা সদরঘাট ফরেষ্ট গলি দিয়ে কোর্ট হয়ে জানিগঞ্জ , নাজিরপট্টি , প্রেমতলা, রাঙ্গিরখাড়ি যেতে পারবে ।
ট্রাফিক ইউনিট থেকে আরও জানানো হয়েছে, যে কোনও ধরনের যান-বাহনে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ।
রিকশা ও ঠেলার বিধিনিষেধগুলি হচ্ছে–
২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ২টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কোনও ধরনের রিকশা, ঠেলা নিম্নলিখিত রাস্তাসমূহে চলাচল করিতে পারবে না , এগুলি হচ্ছে– রাঙ্গিরগাড়ি পয়েন্ট থেকে প্রেমতলা, দেওয়ানজি বাজার, তুলাপট্টি হয়ে অন্নপূর্ণা (পুরাতন সিনেমা হল)। প্রেমতলা পয়েন্ট থেকে উল্লাসকর দত্ত সরণি, শিলংপট্টি হয়ে ডি.আই.জি. অফিস পয়েন্ট । দেওয়ানজি বাজার পয়েন্ট হয়ে থানা পয়েন্ট হয়ে জানিগঞ্জ-তুলাপট্টি পয়েন্ট ট্রেজারি অফিস । ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে তারাপুর হয়ে ই.এন্ড.ডি কলোনি পয়েন্ট। রংপুর থেকে কোনও রিক্সা সকাল ১০টার পর বরাক ব্রিজ অতিক্রম করে শহরে প্রবেশ করতে পারবে না l পরিস্থিতি বিবেচনায় উপরোক্ত নির্দেশাবলী বা নিয়মাবলীর পরিবর্তন হতে পারে বলেও একইসঙ্গে জানিয়ে রাখা হয়েছে।
বিসর্জনের দিন অর্থাৎ ৫ অক্টোবর দুপুর ১২টা থেকে কোনও ধরনের যানবাহন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুর এলাকার ভিতরে চলাচল করতে পারবে না। বিসর্জনের দিন রাঙ্গিরখাড়ির দিক থেকে প্রতিমাবাহী যান সমূহ প্রেমতলা, নাজিরপট্টি, সেন্ট্রাল রোড, ডাকবাংলা পয়েন্ট হয়ে বিসর্জন ঘাটের দিকে যাবে। বিসর্জনের পর পুরসভার সামনে দিয়ে ওই সব যান বার হতে পারবে। অনুরূপভাবে তারাপুরের দিক থেকে আসা প্রতিমাবাহী যানগুলি ডি.আই.জি. বাংলো পয়েন্ট হয়ে অন্নপূর্ণা পয়েন্ট অথবা শিলংপট্টি, প্রেমতলা পথ ধরে বিসর্জনঘাটের দিকে যেতে পারবে। রংপুর ও মালুগ্রামের দিক থেকে আসা গাড়িসমূহ ক্যাপিটাল পয়েন্ট, ক্লাব রোড হয়ে ডাকবাংলো পয়েন্টে অন্যান্য গাড়িগুলির সঙ্গে পূর্বে উল্লিখিত পথে বিসর্জন ঘাটের দিকে যাবে। উপরোক্ত বিধি নিষেধ ফায়ার ব্রিগেড, মেডিক্যাল, ওয়াটার সাপ্লাই এবং ডিউটিরত ম্যাজিস্ট্রেট বা পুলিশের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পুজো দর্শনার্থীদের সুবিধার জন্য জারি করা এই বিধি নিষেধ মেনে চলতে শিলচর ট্রাফিক পুলিশ থেকে জনসাধারণের প্রতি আবেদন জানানো হয়েছে।