Barak UpdatesHappeningsBreaking News

বাংলাদেশে পাচারের পথে কালাইনে উদ্ধার ৫টি গরু, বাজেয়াপ্ত গাড়ি

ওয়েটুবরাক, ১৪ সেপ্টেম্বর :  কাটিগড়ার ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে বাংলাদেশে পাচারের পথে পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনা  মঙ্গলবার রাত দুটা নাগাদ ৷ পুলিশের একটি দল জাতীয় সড়কে টহল দেবার সময় কাটিগড়ার কালাইনছড়া চা বাগানের পাশে জাতীয় সড়কে একটি অল্টো গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে৷ তারা কাছে গিয়ে ডাকাডাকি করেও চালক বা কোনও যাত্রীর সন্ধান পাননি৷ তখনই তাদের মনে সন্দেহ জাগে৷

তল্লাশি চালিয়ে দেখা যায়, পাঁচটি গরু অত্যন্ত নিষ্ঠুর ভাবে বেঁধে ফেলে রাখা হয়েছে৷ গরুগুলি পুলিশেরা নীচে নামিয়ে মুখ-পায়ের বাঁধন খুলে গুমড়া পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারে নিয়ে রেখেছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও৷ পুলিশের অনুমান, গরুগুলিকে মেঘালয় পেরিয়ে আনা হয়েছে বাংলাদেশে পাচারের জন্য৷ পুলিশ দলটিকে দেখেই গাড়ি রেখে পাচারকারী সরে যায়৷ তদন্তকারী অফিসারের দাবি, গাড়ির সূত্রেই পাচারকারীদের সন্ধান জানা যাবে৷ রেহাই মিলবে না দোষীদের৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker