Barak UpdatesBreaking News

স্কুল ছাত্রীদের প্লাস্টিকের ভয়াবহতা বোঝালেন জেলাশাসক
DC Cachar Laya Madduri explains the environmental hazards of using plastic

২৭ আগস্ট : শিলচর নেতাজি বিদ্যাভবন গার্লস হাইস্কুলে ‘প্লাস্টিক বর্জন’ নিয়ে এক সচেতনতা সভা আয়োজিত হয় মঙ্গলবার। ব্যবস্থাপনায় ছিল সামাজিক সংগঠন ‘হৃদয়’। কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি মুখ্য অতিথি ছিলেন অনুষ্ঠানে।

Rananuj

এই অনুষ্ঠানে অংশ নিয়ে জেলাশাসক বলেন, পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্লাস্টিক। স্তূপাকারে প্লাস্টিক জমা থাকার ফলে ড্রেনেজ সিস্টেমেও এর প্রভাব পড়ছে। স্বাভাবিকভাবে জল প্রবাহিত হতে পারছে না নালা দিয়ে। ফলে, কৃত্রিম বন্যা সমস্যার ক্ষেত্রেও একটা বড়সড় কারণ বললে ভুল হবে না এই প্লাস্টিককে।

এছাড়া ফেলে রাখা প্লাস্টিক খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে গবাদিপশুও, বিপন্ন হচ্ছে ওদের জীবন। দূষণমুক্ত পরিবেশ রাখতে স্কুলের ছাত্রীদের পরামর্শ দেন তিনি। তাঁদের সঙ্গে দীর্ঘ সময় মত বিনিময় করেন জেলাশাসক। কীভাবে নিজেদের মতো করে পরিবেশকে সুন্দর ও স্বচ্ছ রাখা যায় এ ব্যাপারে বিস্তারিত বোঝান পড়ুয়াদের।

হৃদয় স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ডা: সিদ্ধার্থ ভট্টাচার্য সহ অন্য বক্তারা আলোচনা করেন। প্লাস্টিক ব্যবহারের কুফল নিয়ে বিশদ আলোচনা করেন বিদ্যাভবনের প্রধান শিক্ষক দেবাঞ্জন মুখোপাধ্যায়ও।

গুণজ্যোতি দত্ত, রোটারি ক্লাবের বেনুলাল বর্মন, স্কুল কমিটির সদস্য সচিব বাবলা পুরকায়স্থ, নীলা পাল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় একসুরে প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে হয় কাপড়ের ব্যাগের আনুষ্ঠানিক সুচনা। এ দিন জেলাশাসককে সংবর্ধনাও দেয় হৃদয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker