Barak UpdatesHappeningsBreaking News
৪১ বছর পূর্তিতে খরিলে গিয়ে মশারি বিতরণ করল সমকাল
ওয়েটুবরাক, ৭ সেপ্টেম্বর : একচল্লিশ বছর পূর্তি উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করল সমকাল সাংস্কৃতিক সংস্থা। মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে মঙ্গলবার ছুটে যায় খরিল বাগানের কোনাটিলায়। খরিলে আসলে এখন আর কোনও বাগান নেই। দুঃখকষ্টে দিন কাটে চা জনগোষ্ঠীর মানুষদের। রামকৃষ্ণ-বিবেকানন্দ সোসাইটির কর্মকর্তাদের কাছ থেকে তাদের দুর্দশার কথা জেনে সমকাল সিদ্ধান্ত নেয়, এই বছরের বিশেষ দিনটি খরিলের কোনাটিলাতেই কাটাবেন তাঁরা। কোনাটিলায় অনেকদিন ধরেই শ্রীমা সারদা কোচিং সেন্টার চালায় রামকৃষ্ণ-বিবেকানন্দ সোসাইটি। তাদের সাহায্যেই দরিদ্রতরদের তালিকা তৈরি করে সমকাল। শেষে মঙ্গলবার ওই তালিকা অনুসারে ৬৫জনের মধ্যে মশারি বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন অরিন্দম ভট্টাচার্য, গোরা চক্রবর্তী, অভিজিত ধর, কিশোর দেবরায়, শাখী ভট্টাচার্য, শুভ্রা ভট্টাচার্য, সংযুক্তা দত্তরায় প্রমুখ। রামকৃষ্ণ-বিবেকানন্দ সোসাইটির তরফে গোটা বিষয় দেখভাল করেন সুপ্রদীপ দত্তরায়।