NE UpdatesHappeningsBreaking News
হাফলঙে ৮ কুকি জঙ্গির আত্মসমর্পণ
ওয়েটুবরাক, ১৯ আগস্ট : ডিমা হাসাও জেলায় কুকি ট্রাইবেল ইউনিয়ন নামের জঙ্গি সংগঠনের আট সদস্য আত্মসমর্পন করেছে। শুক্রবার হাফলং সরকারি বাগান স্থিত আসাম রাইফেলসের সদর কার্যালয়ে ওই ৮ জঙ্গি কর্ণেল অশোক ভান্ডারির কাছে আত্মসমর্পণ করে। এক আত্মসমর্পণকারী জানিয়েছেন, অস্ত্র হাতে নিয়ে কোনও সমস্যার সমাধান সম্ভব নয়৷ তা বুঝতে পেরেই জাতীয় জীবনের মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ খোলা আকাশের নীচে সাধারণ জীবন যাপন করাই মূল উদ্দেশ্য বলে জানান তিনি। তাদের কথায়, কুকি ট্রাইবেল ইউনিয়ন নাগা বিদ্রোহী সংগঠন এনএসসিএন (আইএম)-য়ের কাজ করে আসছিল। তাদের আস্তানা ছিল এনএসসিএন (আইএম)-য়ের হেব্রন ক্যাম্প।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আত্মসমর্পণকারী জঙ্গিরা জানিয়েছেন, তারা প্রথমে ভাবতেন, এনএসসিএন(আইএম) নাগা সমস্যা নিয়ে লড়াই করছে আর তারা যদি এই লড়াইয়ে পাশে থাকে তাহলে কুকি জনগোষ্ঠীর জন্য লাভজনক হবে। তবে এখন ভুল ভেঙেছে৷