Barak UpdatesHappeningsBreaking News

ঘুষ নিয়ে গ্রেফতার লক্ষীপুরের রেঞ্জার

ওয়েটুবরাক, ৩ আগস্ট : ঘুষের টাকা হাতে নিয়েই দুর্নীতি নিবারণ শাখার অফিসার-কর্মীদের দেখে পালিয়ে যাচ্ছিলেন লক্ষীপুরের রেঞ্জার দেবব্রত গগৈ৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ প্রায় এক কিলোমিটার দূর থেকে উৎকোচের টাকা সহ ধরে আনা হয় তাঁকে৷ দুর্নীতি নিবারণ শাখা এখন ধৃত রেঞ্জার গগৈকে জিজ্ঞাসাবাদ করে চলেছে৷

লাইসেন্স সহ যাবতীয় বৈধ নথি থাকা সত্ত্বেও ২/৩ মাস ধরে দেবব্রত এক কাঠ ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা দাবি করছিলেন৷ তিনি উৎকোচ প্রদানে রাজি নন বলে বিষয়টি দুর্নীতি দমন শাখার নজরে নেন৷ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার রেঞ্জার গগৈকে ধরার জন্য ফাঁদ পাতা হয়৷ অভিযোগকারীর সঙ্গে দর কষাকষি করে ১৫ হাজার টাকা দেওয়ার কথা ঠিক হয়৷ সেই টাকায় কেমিক্যাল মিশিয়ে দেয় দুর্নীতি নিবারণ শাখা৷ কথামতো পালইরবন্দে জাতীয় সড়কের ওপর দুজনের সাক্ষাৎ হয়৷  অভিযোগকারী পাঁচশো টাকার কড়কড়ে নোটগুলি দিতেই গগৈ তা লুফে নেন৷ তখনই তার নজরে পড়ে দুর্নীতি দমন শাখার অফিসার-কর্মীদের৷ পালানোর চেষ্টা করেন৷

কিন্তু অনেকটা দূর গিয়েও সফল হননি৷ ধরা পড়ার পর দুর্নীতি নিবারণ শাখা তাঁর হাত ধোয়ালে লাল জল বার হয়৷ কেমিক্যাল মিশ্রিত টাকাই যে তিনি ঘুষ হিসাবে নিয়েছেন, প্রাথমিক ভাবে প্রমাণ হয়ে যায়৷ পরে তাঁর অফিস চেম্বারে তল্লাশি চালিয়ে আরও দশ হাজার টাকা পাওয়া যায়৷ ওই টাকাও বাজেয়াপ্ত করা হয়৷ দুর্নীতি নিবারণ শাখা গগৈর বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker