Barak UpdatesHappeningsBreaking News

বন্যার কারণ অনুসন্ধানে তদন্ত হবে, দোষীরা রেহাই পাবে না, বলে গেলেন হিমন্ত

সোমবার আসছেন জয়ন্ত মল্ল, থাকবেন কিছুদিন

ওয়েটুবরাক, ২৬ জুন : বন্যাক্রান্তদের দেখতে চারদিনে দ্বিতীয় বার শিলচর সফরে এসেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ এনডিআরএফ-এর স্পিডবোটে ঘুরে দেখেন তারাপুর, চানমারি৷ বিলপার থেকে চিত্তরঞ্জন অ্যাভেন্যু হাঁটুজল ভেঙে হেঁটে এগিয়ে যান, দুর্গতদের সঙ্গে কথা বলেন ৷ সাংবাদিকদের জানান, ত্রাণসামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে৷ কিন্তু জলের স্রোত বেশি থাকায় সেগুলি পৌঁছানো যায়নি৷ গুয়াহাটি থেকে সবজি পাঠানোরও আশ্বাস দেন তিনি৷

রবিবার শিলচরে এসেও হিমন্ত বাঁধ কাটাকে বন্যার কারণ হিসাবে উল্লেখ করে বলেন, দোষীদের শাস্তি পেতে হবে৷ বেতুকান্দিতে স্লুইস গেটের কাজ আটকে থাকার কথা শুনে মুখ্যমন্ত্রী স্বীকার করেন, তিনি জানতেন না৷ নইলে এটি মেরামত করে দিতেন৷ সঙ্গে এও বলেন, বিভাগীয় কেউ দোষী সাব্যস্ত হলে রেহাই পাবেন না তাঁরাও৷

হিমন্ত আশ্বস্ত করেন, দ্রুত শিলচরকে স্বাভাবিক ছন্দে ফেরানো হবে৷ তিনি জানান, সোমবার শিলচরে আসবেন মন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি এখানেই থাকবেন৷ বিদ্যুৎ বিভাগের বিশেষজ্ঞ দল গুয়াহাটি থেকে এসে কাজে লেগে পড়েছেন৷ সোমবার আসছেন ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করে তোলার বিশেষজ্ঞরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker