NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
ধৃত ইউক্রেনীয়দের পাসপোর্ট হারানোর কথা মিথ্যা, জানতে পেরেছে পুলিশ
ওয়েটুবরাক, ২২ এপ্রিল : বদরপুরে ধৃত ইউক্রেনের দুই নাগরিক দফায় দফায় মিথ্যা বলছে, প্রাথমিক তদন্তে পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হয়েছে৷ করিমগঞ্জ পুলিশের এক পদস্থ সূত্র জানান, পাসপোর্ট হারানোর কথা একেবারে মনগড়া গল্প৷
গোয়েন্দা শাখার পুলিশ জানতে পেরেছে, ২০১৯ সালে পাসপোর্ট নিয়ে এরা ইউক্রেন থেকে ভারতে প্রবেশ করেছিল। ২০২০ সালে তাদের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যায় । পরবর্তীতে অবৈধভাবে ভারতে থাকতে থাকে এবং এক সময়ে বাংলাদেশে পাড়ি দেয়। সেখানে গিয়েও বেশকিছু অপরাধ সংগঠিত করে হাজতবাস হয় তাদের। হাজতে থাকাকালেই কারাগার থেকে পালিয়ে ত্রিপুরা দিয়ে ভারতে প্রবেশ করে দুই ইউক্রেনীয়। বৃহস্পতিবার ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেসে চড়ে দিল্লি যাওয়ার সময়ই ধরা পড়ে যায় এরা৷
তাদের জিজ্ঞাসাবাদ করতে গুয়াহাটি থেকে বিশেষ পুলিশের একটি দল করিমগঞ্জে আসছে বলে পূলিশের ওই সূত্রে জানা গিয়েছে ।