India & World UpdatesHappeningsBreaking News

জেহাদি: বরপেটা, বঙ্গাইগাঁওয়ে এনআইএর অভিযান

ওয়েটুবরাক, ১১ এপ্রিল : আনসারুল্লা বাংলা টিম (এবিটি) ষড়যন্ত্র মামলায় এনআইএ রবিবারও অসমের বরপেটা ও বঙ্গাইগাঁও জেলার এগারো জায়গায় অভিযান চালায়৷ ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’-এর নির্দেশে চালিত এবিটি ভারতে নাশকতার চেষ্টা করছে৷

এনআইএ জানিয়েছে, বাংলাদেশের নারায়ণগঞ্জের সইফুল ইসলাম ওরফে হারুন রসিদ ওরফে মহম্মদ সুমন এই উদ্দেশে অবৈধ ভাবে ভারতে ঢুকেছে৷ ঢালিয়াপাড়া মসজিদে সে আরবি শিক্ষকের কাজ করছিল৷ তাদের ষড়যন্ত্র ভেস্তে দিতে এনআইএ তৎপর রয়েছে বলে দাবি বিভাগীয় সূত্রের৷

সূত্রটি জানিয়েছে, সইফুল জেহাদি সংগঠনে যোগ দেওয়ার জন্য যুবকদের প্রভাবিত করছে এবং স্লিপার সেলের মাধ্যমে ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’-এর শক্তি মজবুত করতে চাইছে৷

আল কায়দার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত মাসে আসামের পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছিল৷  তাদের মধ্যে একজন বাংলাদেশি দুষ্কৃতীও রয়েছে৷ এনআইএ দলটি রবিবার মূলত বাকিদের বাড়িঘরেই তল্লাশি চালায়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker