India & World UpdatesHappeningsBreaking News
বিশ্ব হোমিওপ্যাথি দিবসে আয়ুষ মন্ত্রকের বৈজ্ঞানিক সম্মেলন
ওয়েটুবরাক, ১০ এপ্রিল : হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিখ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী তথা বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি, ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি নামে তিনটি শীর্ষ সংস্থা আয়ুষ মন্ত্রকের তত্ত্বাবধানে নয়াদিল্লিতে একটি দুই দিনের বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করেছে৷
গতকাল শনিবার নয়াদিল্লির ভারতরত্ন সি. সুব্রামানিয়াম অডিটোরিয়ামে এর উদ্বোধন হয়৷ ‘হোমিওপ্যাথি: সুস্থতার জন্য মানুষের পছন্দ’, এই থিমের ওপর বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং প্রতিমন্ত্রী ডঃ মহেন্দ্রভাই মুঞ্জপাড়া৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনোজ রাজোরিয়া। এই কনভেনশনের প্রতিনিধিদের মধ্যে হোমিওপ্যাথিক গবেষক, আন্তঃবিভাগীয় ধারার বিজ্ঞানী, অনুশীলনকারী, ছাত্র ও শিল্পপতিরা উপস্থিত ছিলেন।