Barak UpdatesHappeningsBreaking News
চা কর্মচারী ইউনিয়ন পুনর্গঠিত, গৌতম-মৃদুল-পঙ্কজ পুরনো পদে, চরিত্র বদলাচ্ছে সংগঠনের
ওয়েটুবরাক, ২৮ ফেব্রুয়ারিঃ রবিবার দ্বিবার্ষিক সাধারণ সভায় ভারতীয় চা কর্মচারী ইউনিয়নের কমিটি পুনর্গঠিত হয়েছে। ২০১২ সাল থেকে সভাপতি গৌতম রায়, ২০১৫ থেকে কার্যবাহী সভাপতি নীলাভ মজুমদার মৃদুল ও সাধারণ সম্পাদক পঙ্কজ ধর। রবিবারের সভাতেও তাঁরা পুনঃমনোনীত হয়েছেন। গৌতম রায় কংগ্রেস আমলের মন্ত্রী। নীলাভ মজুমদার ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। পঙ্কজ ধর কংগ্রেস টিকিটে পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
এখন তিনজনেরই রাজনৈতিক পরিচিতি বদলেছে। ফলে রবিবার শিলচরে আয়োজিত দ্বি-বার্ষিক সভায় বিজেপি দল ও সরকারেরই গুণকীর্তন চলে। বিজেপি সাংসদ রাজদীপ রায় ছিলেন প্রধান অতিথি। ছিলেন দুই বিজেপি বিধায়ক কৌশিক রাই এবং মিহিরকান্তি সোম। রাজদীপ বলেন, বিজেপি সরকার চা শ্রমিক এবং কর্মচারীদের উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ। এই সরকার বিভিন্ন চা বাগানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। তাতে শ্রমিক-কর্মচারীদের আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে। আরও এককদম এগিয়ে গৌতম রায় নিজের আমলের মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর সমালোচনায় সরব হন।
এতদিন ভারতীয় চা কর্মচারী ইউনিয়ন নামে এই বরাক ভিত্তিক সংগঠন আইএনটিইউসি-র অনুমোদিত ছিল। রবিবারের সভায় কৌশিক রাই খোলামেলা প্রস্তাব দেন, এখন তারা ভারতীয় মজদুর সংঘের অনুমোদন নিক। পরে কার্যনির্বাহী সভাপতি মৃদুল মজুমদার জানান, তাঁরাও সেই কথাই ভাবছেন। কারণ চা বাগানের কর্মচারীদের স্বার্থ সুরক্ষার জন্য এই সংগঠন গড়ে তোলা হয়েছে। যাদের সঙ্গে থাকলে তাঁদের স্বার্থ সুরক্ষিত থাকবে, ইউনিয়ন ওই পথেই এগোবে। এখন বিএমএস-ই এই জায়গায় আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে উল্লেখ করেন মৃদুলবাবু।