Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে কংগ্রেসের শক্ত প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল
ওয়েটুবরাক, ১৭ ফেব্রুয়ারি: পুরসভার দুই প্রাক্তন সহ-সভাপতির প্রতিদ্বন্দ্বিতায় করিমগঞ্জের ২২ নং ওয়ার্ড নজর কাড়বে বলেই মনে করা হচ্ছিল৷ কিন্তু আজ বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থী পার্থসারথী দাসের মনোনয়ন পত্রই বাতিল হয়ে গেল৷ তিনি মনোনয়ন পত্রের সঙ্গে যে অ্যাফিডেভিট জমা করেছেন, তাতে তাঁর একটি ফৌজদারি মামলায় অভিযুক্ত থাকার কথা উল্লেখ করেননি৷ মনোনয়ন পত্র পরীক্ষার সময় বিজেপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়৷ পার্থসারথী নিজে বা তাঁর আইনজীবীদের কেউ কোনও যুক্তি দেখাতে পারেননি৷ শুধু বলেন, ক্ল্যারিকাল মিস্টেক৷
২২ নং ওয়ার্ডে বিজেপির প্রার্থী করিমগঞ্জ পুরসভার আর এক প্রাক্তন সহ-সভাপতি যীশুকৃষ্ণ রায়৷ তাঁরা এখন একেই হাতিয়ার করে প্রচার শুরু করে দিয়েছেন৷ বিজেপি নেতা, প্রাক্তন পুরপ্রধান মানস দাস বলেন, পার্থসারথী নিজে একজন আইনজীবী৷ তিনি মনোনয়ন লিখতে পারেননি বা একে ক্ল্যারিকাল মিস্টেক বলা যায় না৷ তিনি ইচ্ছাকৃত ভাবে সত্য লুকিয়ে করিমগঞ্জবাসীকেই অপমান করলেন বলে মন্তব্য করেন বিজেপি নেতারা৷
বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, ২২ নং থেকেই বিজেপির জয় শুরু হল৷ তাঁদের পুরসভা গঠন শুধু সময়ের অপেক্ষা৷