NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মিজোরামে খুন কাছাড়ের চালক, খালাশি ধৃত, সীমান্তে উত্তেজনা
ওয়েটুবরাক, ১ ফেব্রুয়ারি : মিজোরামের জাতীয় সড়কে কাছাড় জেলার বাসিন্দা এক অয়েল ট্যাঙ্কার চালক খুন হয়েছেন৷ এই ঘটনায় ট্যাঙ্কারটির খালাশিকে গ্রেফতার করা হয়েছে৷ একে ঘিরে অসম-মিজোরাম সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। মৃতদেহ রামপ্রসাদপুর সংলগ্ন জাতীয় সড়কের ওপর রেখে দিয়ে অবরোধ গড়ে তোলেন একদল জনতা৷ তাদের দাবি, আসাম পুলিশকে দিয়ে হত্যাকাণ্ডের তদন্ত করাতে হবে৷ খালাশি নীতীন সিংহকে মুক্তি দিতে হবে৷ এলাকাবাসীর অভিযোগ, মিজোরাই ট্যাঙ্কারচালক প্রবীণ সিংহকে খুন করেছে৷ পরে নীতীনকে আটকে রেখে এখন মিথ্যা মামলায় ফাঁসিয়েছে৷
মিজোরাম পুলিশের বক্তব্য, সারচিপ জেলায় তেল খালি করে ফেরার সময় আইজলের সাইরেং এলাকায় ট্যাঙ্কারের চালক ও খালাশির মধ্যে ঝগড়া বাঁধে। খালাশি নীতীন সিংহ দা দিয়ে কুপিয়ে মেরে ফেলে চালক প্রবীণ সিংহকে। রবিবার রাতের এই ঘটনার পর নীতীন পালিয়ে যায়। সোমবার দুপুরে সে ট্যাঙ্কারটি আনতে গেলে স্থানীয় জনতা ধরে ফেলেন। তারাই তাকে পুলিশের হাতে তুলে দেন। আইজলের পুলিশ সুপার পি লালরুয়াইয়া জানান, নীতীন নিজের দোষ স্বীকার করে নিয়েছে। তাকে আইজল আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে মঙ্গলবার জেলে পাঠানো হয়। ময়না তদন্তের পর মঙ্গলবার ৪৮ বছর বয়সী প্রবীণ সিংহের মৃতদেহ মঙ্গলবার অসমের কাছাড় জেলায় পাঠানো হয়েছে।
মৃতদেহ আসার পর থেকেই আসাম-মিজোরাম সীমানায় বিক্ষোভ শুরু হয়। কাছাড়ের ধলাই থানার রামপ্রসাদপুরে বাড়ি প্রবীণের। নীতীনও একই গ্রামের বাসিন্দা, দুজনে সম্পর্কীত ভাই-ও।
কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর বলেন, ঘটনাস্থল মিজোরামে। তাই তাদের কিছু করার নেই। তবু পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। পি লালরুয়াইয়াও জানান, আইজল আদালতেই এই খুনের মামলা চলবে। এই ঘটনায় মিজোরা কোনও ভাবে জড়িত নন বলে উল্লেখ করে তিনি বলেন, একে ঘিরে কাছাড়ে আন্দোলন একেবারে অর্থহীন।