NE UpdatesHappeningsBreaking News

মেঘালয়ে ওমিক্রন আক্রান্ত ৫

৪ জানুয়ারি ঃ মঙ্গলবার মেঘালয়ে নতুন করে ৫ জনের কোভিড-১৯ এর নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের খবর পাওয়া গেছে। এই ৫ জনের মধ্যে দু’জন সেইডেন থেকে, একজন ল্যাংকারডিন থেকে এবং বাকি দু’জন হ্যাপি ভ্যালি ও লাইতুমখারএর বাসিন্দা। ল্যাংকারডিন থেকে ওমিক্রন আক্রান্ত যে ব্যক্তির সন্ধান পাওয়া গেছে, তিনি আসাম থেকে এসেছেন বলে জানা যায়।

রাজ্যে ৫ জন ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়ার পর স্বাস্থ্য বিভাগ রাজধানী শিলঙে এ সংক্রান্ত এক জরুরি বৈঠক ডেকেছেন। এর আগে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় মেঘালয় সরকার নতুন করে বিধি নিষেধ জারি করার সিদ্ধান্ত নিয়েছিল। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সোমবার বলেছিলেন, ৫ জানুয়ারি থেকে রাজ্যে নয়া নির্দেশিকা জারি করা হবে। তিনি বলেন, শিলং-এ বেসরকারি গাড়িগুলোর চলাচলে কিছু নিয়মনীতি লাগু করা হবে। তিনি অবশ্য জোড় বিজোড় নম্বরের ভিত্তিতে এই গাড়িগুলোকে চলাচলের ইঙ্গিতও দিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker