Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দির সড়কে যানবাহনের ওভারস্পিড ধরতে স্পিডগান
ওয়েটুবরাক, ৩১ ডিসেম্বর: ইংরেজি বর্ষবরণের প্রাক্কালে যানবাহনের ওভারস্পিড ধরতে হাইলাকান্দি জেলার জাতীয় সড়কগুলিতে স্পিডগান লাগিয়ে নজরদারি শুরু হয়েছে। নতুন বছরের আনন্দে সামিল হয়ে যানবাহন চালানোর সময় মোটর আইন লংঘন করে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করতে জেলাজুড়ে যে অভিযান শুরু হয়েছে তাতে এখন পর্যন্ত পরিবহন বিভাগের কাছে মোটর আইন লংঘন সংক্রান্ত ৫৫৯টি মামলা নথিভুক্ত হয়েছে। এতে ৪ লক্ষ ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাইকের হেলমেট না পরা সংক্রান্ত ১১১টি মামলা হয়েছে। মদ্যপান করে গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে ৬ জনের। পাশাপাশি এই ৬ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।
এদিকে, গত ছয় দিন থেকে জেলায় হেলমেটহীন বাইকচালক ও আরোহী ধরা, মদ্যপ গাড়ির চালক ধরা, পিকনিক পার্টিতে যাওয়া-আসার সময় উচ্চস্বরে মাইক বাজানো ধরা, যান চালানোর সময় ওভারস্পিড দেওয়া ইত্যাদি সংক্রান্ত মটর ভেহিকল আইন লঙ্ঘন অভিযান তীব্র করা হয়েছে। জেলার সার্কল অফিসারের নেতৃত্বে পুলিশ, এনফোর্সমেন্ট, পরিবহন ইত্যাদি বিভাগের কর্মকর্তারা দিনরাতে অভিযান চালাচ্ছেন। এতসব কড়াকড়ির পরও গত ছয় দিনে জেলায় মোট ছয়জন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে পড়েন।