Barak UpdatesHappenings
দীর্ঘ অপেক্ষার পর বৈদ্যুতিকরণের কাজের শুভারম্ভ লেদিয়াছড়া টিলাবস্তি এলাকায়
ওয়েটুবরাক, ১৩ ডিসেম্বর : উধারবন্দ বিধানসভার পূর্ব উধারবন্দের জয়পুর কামরাঙা গাঁও পঞ্চায়েতের অন্তর্গত লেদিয়াছড়া চাবাগান অঞ্চলে সোমবার বৈদ্যুতিকরণের কাজের শুরু হয়। এই গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ৬নং, ৯নং, ১০নং ওয়ার্ডের টিলাবস্তি, নাগাকুন্দা, কালিন্দ্রীপাড়া ইত্যাদি এলাকায় স্বাধীনতার পর থেকে আজ অবধি বিদ্যুৎ সংযোগের অভাবে গ্রামীণ এলাকায় বিভিন্ন অসুবিধার মোকাবিলা করতে হচ্ছে স্থানীয় নাগরিকদের।
বিধায়ক মিহির কান্তি সোমের তৎপরতায় এই অঞ্চলের স্থানীয় জনমনে খুশির জোয়ার বইছে এবং সবাই বিধায়কের প্রশংসা করছেন।
শুরু হয়ে গিয়েছে বৈদ্যুতিক খুঁটি পোঁতার কাজ।
নাগাকুন্দা নিত্যানন্দ কৈরীর বড়ির সামনে থেকে কাজের শুভারম্ভ হয়।
কাজের দায়িত্বে রয়েছেন রঘুনাথ দত্ত এবং তদারকিতে রয়েছেন রাণা চাষা, সন্তোষ সবর, ছানুকুমার।
এইচ.টি ৫৫টি খুঁটি ও এল.টি ২০০টি খুঁটি এবং ৩টি ট্রান্সফরমার যথাক্রমে ৬৩কেবি, ২৫কেবি,২৫কেবির মাধ্যমে প্রায় ৫০০টি ঘরে বিদ্যুৎ সংযোগ করা হবে বলে জানান ঠিকাদার।
ভূমিপুজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর কামরাঙা গাঁও পঞ্চায়েতের সভানেত্রী চন্দ্রকলা সিংহ, আঞ্চলিক পঞ্চায়েতের সহ-সভানেত্রী পাপড়ি রাণী দত্ত, ওয়ার্ড সদস্য সীমা শাহা, প্রদীপ শিং ছত্রী, শঙ্কর , শান্তনা দাস প্রমুখ। উপস্থিত ছিলেন লেদিয়াছড়া চাবাগানের বাগান পঞ্চায়েত সভাপতি বিশ্বকেতু মাঝি, সন্তোষ সবর সহ স্থানীয় নাগরিকরা।