Barak UpdatesHappenings

রোটারি পিঙ্কের কম্বল-শাড়ি বিতরণ, দিল পুষ্টিকর সামগ্রীও

ওয়েটুবরাক, ১২ ডিসেম্বর : রোটারি ক্লাব অব শিলচর পিঙ্ক রবিবার শহরের বিভিন্ন এলাকার দুঃস্থদের মধ্যে কম্বল-শাড়ি-কুর্তা ইত্যাদি বিতরণ করে৷ সঙ্গে দেয় চানা, সয়াবিন, দুধ ইত্যাদি পুষ্টিকর সামগ্রী ও হ্যান্ডওয়াশ৷

তাদের এই গোটা কর্মসূচির ব্যবস্থাপনায় ছিল বিবেক বাহিনী৷ এরাই শিলচর রংপুরের যোগবিজ্ঞান মহাবিদ্যালয়ে শৃঙ্খলাবদ্ধ ভাবে এই সব বিলিবণ্টনের ব্যবস্থা করেন৷

আসলে শীতকে স্বাগত জানাতে শিলচরের মহিলা রোটারিয়ানরা এই কর্মসূচি হাতে নেন৷ রোটারি ক্লাব অব শিলচর পিঙ্কের সভাপতি জয়শ্রী কর বলেন, শীত আমেজের ঋতু বটে, কিন্তু যাদের শীতবস্ত্র নেই, তাদের দুর্ভোগের শেষ নেই৷ তাই তাঁরা দুস্থদের কম্বল বিতরণের পরিকল্পনা নেন৷ তাঁর কথায়, “শীতে অনেকে গরম কাপড় পরতে পারেন না৷ তাঁদের একাংশকেও যদি তা দেওয়া যায়, এটা আমাদের আত্মতুষ্টি৷ কারণ মানুষের সেবাই আমাদের পূজা৷”

বিবেক বাহিনীর সাধারণ সম্পাদক শেখর পালচৌধুরী জানান, বিবেক বাহিনীর ১৮টি শাখা রয়েছে৷ নিয়মিত সবকটি শাখায় তাঁদের কার্যসূচি হয়৷ রোটারি ক্লাব অব শিলচর পিঙ্কের কাছ থেকে দায়িত্ব পেয়ে তাঁরা তাঁদের বিভিন্ন শাখার মাধ্যমে দুস্থদের তালিকা তৈরি করেছেন৷

রোটারি ক্লাব অব শিলচর পিঙ্কের সহসভাপতি তথা স্বাস্থ্য দফতরের অবসরপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক ডা. বিজয়লক্ষী দাসচৌধুরী সহজ-সরল ভাবে প্রসূতি ও শিশুসন্তানের মায়েদের প্রয়োজনীয় পরামর্শ দেন৷ তিনি শিশুর টিকাকরণে গুরুত্ব আরোপ করেন৷ বলেন, অন্য কাজ ফেলে হলেও সময়মতো শিশুর টিকা দেওয়াতে হবে৷

ক্লাবের হবু সভাপতি সমিতা দত্ত এবং কোষাধ্যক্ষ মণিকা পালও অনুষ্ঠানে সক্রিয় অংশ নেন৷

বিবেক বাহিনীর কর্মকর্তা পীযূষ চক্রবর্তী ধন্যবাদসূচক বক্তৃতায় শিলচর শ্মশানে বৈদ্যুতিক চুল্লি এবং মালুগ্রাম ও অন্নপূর্ণাঘাটে দুটি তর্পণঘাট নির্মাণের দাবিতে সকলের সমর্থন প্রত্যাশা করেন৷ বাহিনীর অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীরকান্তি রায়চৌধুরী, রবীন্দ্র পাল, সুস্মিতা দে, পিংকু পাল প্রমুখ৷ আয়োজক ও ব্যবস্থাপক উভয় পক্ষে সমন্বয় ঘটিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশ্বরাজ চক্রবর্তী৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker