Barak UpdatesBreaking News

এলেন সন্ন্যাসীরা, শুরু হল হিন্দু মিলন মন্দির সম্মেলন

৪ জানুয়ারি : সাধু সন্তদের ভিড়ে সত্যিই এক ভাবগম্ভীর আয়োজন। সারা শহর যখন প্রধানমন্ত্রীর আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ঘিরে মাতোয়ারা, তখনই শিলচরের মালিনীবিলে এক শান্ত সকালে উদ্বোধন হয়ে গেল নিখিল ভারত হিন্দু মিলন মন্দির সম্মেলনের।

Rananuj

ভারত সেবাশ্রম সংঘ আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন মুখ্য অতিথি মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।  তাঁর কথায় ‘আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক। একনিষ্ঠ ভক্ত ভারতসেবাশ্রম সংঘেরও। দুটি হিন্দুত্ববাদী সংগঠনেরই আদর্শ  মেনে চলছি। তাই যতদিন জীবন আছে হিন্দুদের একমঞ্চে নিয়ে আসতে কাজ করে যাব।’ তথাগত রায়ের সাফ মন্তব্য , হিন্দুদের মধ্যেই একটা অংশ বিপথগামী হয়ে এই জাতির বিভাজন করতে চাইছে। অসমের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বার বার এই বিভেদের চিত্রকে স্পষ্ট করছে। আরও বলেন, বরাক-ব্রহ্মপুত্রের কোনোও হিন্দুর বসতবাড়ি এখানে ছিল না। সবই দেশভাগের যন্ত্রনা নিয়ে ও নির্যাতনের শিকার হয়ে এসেছেন। এককথায় হিন্দু হওয়ার মাশুল দিতে হচ্ছে সবাইকে। তাই, যাতে আর অতীতের পুনরাবৃত্তি না হয়, এই কথা মাথায় রাখা দরকার। ভারত সেবাশ্রম সংঘ ও আরএসএসের আহবানে সাড়া দিয়ে হিন্দুদের এককাট্টা হওয়া জরুরি।
তাছাড়া, সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক বিশ্বাত্মানন্দ মহারাজ, সভাপতি মাধবানন্দ মহারাজ, কার্যাধ্যক্ষ বিশ্বপ্রেমানন্দ সহ অন্য দেশ বিদেশের সন্নাসীরাও হিন্দু ধর্মের  নানা দিক নিয়ে বিস্তারিত কথা বলেন। ঐতিহ্যময় অস্তিত্ব নিয়ে হিন্দুদের জাগরুক হওয়ার আবেদন রাখেন তাঁরা। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক মহেন্দ্র সিং বলেন ভারতমাতার প্রতি নিজের দায়িত্ব পালন নিয়ে সচেতন থাকা প্রয়োজন প্রত্যেকের। প্রদীপ জ্বালিয়ে হয় সম্মেলনের সূচনা। উদ্বোধনী পর্বের ঠিক পরই সম্মিলিত ভাবে ষোড়শপচারে স্বামী প্রনাবাননন্দ মহারাজের পূজার্চনা সেরে নেন সন্ন্যাসীরা। এই ভাগ সঞ্চালনায় ছিলেন ভারত সেবাশ্রমের উত্তর-পূর্বের দায়িত্বে থাকা সাধনাননন্দজি মহারাজ।

প্রসঙ্গত, অনুষ্ঠানে হাজির হয়েছেন দেশ-বিদেশের সন্ন্যাসীরা। এই সম্মেলন আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker