Barak UpdatesHappeningsBreaking News
উল্লাসকর দত্তের স্মৃতিতে শিলচরে স্পেশাল কভার রিলিজ
ওয়েটুবরাক, ১৬ অক্টোবর : বিপ্লবী উল্লাসকর দত্তের স্মৃতিতে স্পেশাল কভার রিলিজ করল ভারতীয় ডাক বিভাগ৷ গত বুধবার শিলচর প্রধান ডাকঘরে এই উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ জেলাশাসক কীর্তি জল্লির হাতে রিলিজ হয় এই স্পেশাল কভারের।
প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে ওইদিন অনুষ্ঠানের সূচনা হয়। পরে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন পোস্টাল সুপার দিলীপকুমার রাম৷ তিনি জানান, ৯ অক্টোবর থেকে নানা কর্মসূচিতে তাঁরা জাতীয় ডাক সপ্তাহ পালন করেছেন৷ এর মধ্যে অন্যতম হল উল্লাসকর দত্তের ওপর স্পেশাল কভার রিলিজ৷
জেলাশাসক জল্লি বলেন, এই অঞ্চলে উন্নত কৃষ্টি-সংস্কৃতির উত্তরাধিকার রয়েছে৷ আছে স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল ইতিহাস৷ বিপ্লবী উল্লাসকর দত্ত তাঁর শেষজীবন এখানে কাটিয়ে বরাক উপত্যকার গৌরব বৃদ্ধি করেছেন৷
অনুষ্ঠানের অন্তিম পর্বে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউণ্টধারীদের পাসবুক প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রমণদীপ কৌর, অবসরপ্রাপ্ত এসিএস অফিসার শ্যামলকান্তি দেব, ক্রীড়া সংগঠক সুজিত দত্তগুপ্ত, প্রাক্তন পুরকর্মী প্রবীর কুমার দাসচৌধুরী, পোস্টাল ইন্সপেক্টর রূপালী তালুকদার প্রমুখ।